‘মিস ডিভা ইউনিভার্স-২০২৩’র মুকুট জিতলেন চ-ীগড়ের শ্বেতা সারদা। রোববার (২৭ আগস্ট) মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো এই তারকাখচিত অনুষ্ঠান।
সেখানেই শ্বেতার মাথায় সেরার মুকুট পরিয়ে দেয়া হয়। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন তিনি। ফাইনালে ‘মিস ডিভা সুপারন্যাশনাল-২০২৩’-এর খেতাব পান দিল্লির সোনাল কুকরেজা। আর রানারআপের মুকুট জেতেন কর্ণাটকের তৃষা শেট্টি।
‘মিস ডিভা ইউনিভার্স-২০২২’ বিজয়ী দিভিতা রাই এদিন শ্বেতাকে মুকুট পরিয়ে দেন।
মাত্র ২২ বছর বয়সে ‘মিস ডিভা ইউনিভার্স-২০২৩’ জয় করলেন শ্বেতা। তিনি চ-ীগড়ের বাসিন্দা। মাত্র ১৬ বছর বয়সে তিনি তার মায়ের সঙ্গে মুম্বাই চলে আসেন নিজের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে।
বুধবার, ৩০ আগস্ট ২০২৩
‘মিস ডিভা ইউনিভার্স-২০২৩’র মুকুট জিতলেন চ-ীগড়ের শ্বেতা সারদা। রোববার (২৭ আগস্ট) মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো এই তারকাখচিত অনুষ্ঠান।
সেখানেই শ্বেতার মাথায় সেরার মুকুট পরিয়ে দেয়া হয়। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন তিনি। ফাইনালে ‘মিস ডিভা সুপারন্যাশনাল-২০২৩’-এর খেতাব পান দিল্লির সোনাল কুকরেজা। আর রানারআপের মুকুট জেতেন কর্ণাটকের তৃষা শেট্টি।
‘মিস ডিভা ইউনিভার্স-২০২২’ বিজয়ী দিভিতা রাই এদিন শ্বেতাকে মুকুট পরিয়ে দেন।
মাত্র ২২ বছর বয়সে ‘মিস ডিভা ইউনিভার্স-২০২৩’ জয় করলেন শ্বেতা। তিনি চ-ীগড়ের বাসিন্দা। মাত্র ১৬ বছর বয়সে তিনি তার মায়ের সঙ্গে মুম্বাই চলে আসেন নিজের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে।