মতামতের জন্য সম্পাদক দায়ী নন
ঢাকা কলেজ আমাদের দেশের একটি প্রাচীনতম বিদ্যাপীঠ, যার অনেক সুনাম রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষার্থীর প্রাণের ক্যাম্পাস হয়ে ওঠার মূল কারণ হলো লেখাপড়ার মান অন্য কলেজের তুলনায় ভালো হওয়া। তবে কলেজটির শিক্ষার সুন্দর পরিবেশ থাকলেও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ কলেজ পরিদর্শনে এসে শিক্ষার সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হলেও কলেজটির শৌচাগারের বেহাল দশা অনেকটাই হতাশ করে। প্রত্যেকটি শিক্ষার্থীদের নিত্যদিনের ক্যাম্পাস জীবনে শৌচাগার গুরুত্বপূর্ণ একটি অংশ। যেখানের পরিবেশটা সুন্দর থাকা অতীব জরুরি; কিন্তু ঢাকা কলেজের শৌচাগারের এই বেহাল ও অস্বাস্থ্যকর পরিবেশের ভুক্তভোগী সবাই শিক্ষার্থীরাই।
প্রাণের ক্যাম্পাসের সুন্দর শৌচাগারের পরিবেশ বজায় রাখতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা। শৌচাগার সংস্কারের জন্য বাজেট বরাদ্দ। পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। নতুন শৌচাগার নির্মাণ ও প্রয়োজনীয় সংখ্যা বাড়ানো। শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের জন্য একটি কার্যকর সিস্টেম চালু করা ইত্যাদি।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্থতা বজায় রাখতে মানসম্মত শৌচাগারের বিকল্প নেই। তাই কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে যেন কলেজের শৌচাগারের দিকে সদয় দৃষ্টিপাত করা হয়।
ইমরান ফয়সাল
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
ঢাকা কলেজ আমাদের দেশের একটি প্রাচীনতম বিদ্যাপীঠ, যার অনেক সুনাম রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষার্থীর প্রাণের ক্যাম্পাস হয়ে ওঠার মূল কারণ হলো লেখাপড়ার মান অন্য কলেজের তুলনায় ভালো হওয়া। তবে কলেজটির শিক্ষার সুন্দর পরিবেশ থাকলেও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ কলেজ পরিদর্শনে এসে শিক্ষার সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হলেও কলেজটির শৌচাগারের বেহাল দশা অনেকটাই হতাশ করে। প্রত্যেকটি শিক্ষার্থীদের নিত্যদিনের ক্যাম্পাস জীবনে শৌচাগার গুরুত্বপূর্ণ একটি অংশ। যেখানের পরিবেশটা সুন্দর থাকা অতীব জরুরি; কিন্তু ঢাকা কলেজের শৌচাগারের এই বেহাল ও অস্বাস্থ্যকর পরিবেশের ভুক্তভোগী সবাই শিক্ষার্থীরাই।
প্রাণের ক্যাম্পাসের সুন্দর শৌচাগারের পরিবেশ বজায় রাখতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা। শৌচাগার সংস্কারের জন্য বাজেট বরাদ্দ। পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। নতুন শৌচাগার নির্মাণ ও প্রয়োজনীয় সংখ্যা বাড়ানো। শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের জন্য একটি কার্যকর সিস্টেম চালু করা ইত্যাদি।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্থতা বজায় রাখতে মানসম্মত শৌচাগারের বিকল্প নেই। তাই কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে যেন কলেজের শৌচাগারের দিকে সদয় দৃষ্টিপাত করা হয়।
ইমরান ফয়সাল
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।