ঘোষণা এসেছে গেলো মাসেই। ১৯ বছর পূর্তির আয়োজনে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুব রহমান রুহেল বলেছিলেন, আগামী বছরের শুরুতেই চালু হবে তাদের উত্তরা শাখা। এবার সেটার বাস্তবায়ন শুরু হলো চুক্তিস্বাক্ষরের মাধ্যমে। রাজধানীর উত্তরায় এয়ারপোর্ট সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে নির্মিত হবে সিনেপ্লেক্সের নতুন শাখাটি।
মঙ্গলবার (৭ নভেম্বর) এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স ও শপিং মলটির মালিক ইউনাইটেড গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এবং ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচাওক মইনুদ্দিন হাসান রশিদ।
বিষয়টি নিয়ে সিনেপ্লক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নতুন এই শাখায় চারটি হল থাকবে। এছাড়া তাদের বৈশিষ্ট্যগত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ সব ব্যবস্থাই থাকছে দর্শকের জন্য।
বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
ঘোষণা এসেছে গেলো মাসেই। ১৯ বছর পূর্তির আয়োজনে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুব রহমান রুহেল বলেছিলেন, আগামী বছরের শুরুতেই চালু হবে তাদের উত্তরা শাখা। এবার সেটার বাস্তবায়ন শুরু হলো চুক্তিস্বাক্ষরের মাধ্যমে। রাজধানীর উত্তরায় এয়ারপোর্ট সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে নির্মিত হবে সিনেপ্লেক্সের নতুন শাখাটি।
মঙ্গলবার (৭ নভেম্বর) এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স ও শপিং মলটির মালিক ইউনাইটেড গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এবং ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচাওক মইনুদ্দিন হাসান রশিদ।
বিষয়টি নিয়ে সিনেপ্লক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নতুন এই শাখায় চারটি হল থাকবে। এছাড়া তাদের বৈশিষ্ট্যগত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ সব ব্যবস্থাই থাকছে দর্শকের জন্য।