পারসা ইভানা, এই প্রজন্মের অভিনেত্রী। কাজল আরেফিন অমি আগামী ভালোবাসা দিবস উপলক্ষে পারসা ইভানা নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘লাভ বাজ’ নামে নাটক। নাটকের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করভেন পারসা ইভানা। ইভানা বলেন, ‘অমি ভাইয়ের গল্পে এর আগে বেড বাজ, গুড বাজÑ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলাম। যথারীত দর্শকের অনুরোধে আমি ভাই আবারো সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন।
আমার এই মুহূর্তে শরীরটা একটু খারাপ। কদিন ধরে জ্বর। তাই আপাতত কোনো নতুন কাজও করছি না। বাসায়ই বিশ্রামে আছি। আশা করা যাচ্ছে অমি ভাই আগামী ডিসেম্বরে ভালোবাসা দিবস উপলক্ষে ‘লাভ বাজ’ নাটকের কাজ শুরু করবেন। আমি ছাড়া অন্য যারা আছেন তারাও প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি আগামী বছরের ভালোবাসা দিবস হবে লাভ বাজময় ইনশাআল্লাহ।’
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা