যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘টাইগার ৩’ মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর। তার আগেই ছবির আগাম বুকিং ও টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দিনের অ্যাডভান্স বুকিং থেকে এই ছবির সংগ্রহ ১২ কোটি ৪৩ লাখ টাকা। এমনটাই জানা গেছে বক্সঅফিস সূত্রে।রিপোর্ট অনুযায়ী ‘টাইগার ৩’ যেদিন মুক্তি পাচ্ছে সেদিনের ৪,৬২,৩২৭ টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে ৪,৩৫,৯১৩টি টিজার কেবল হিন্দি ২ ডি ভার্সনের। অন্যদিকে তেলুগু ২ ডি ভার্সনের ১৪,১৫৮টা টিকিট বিক্রি হয়েছে অগ্রিম। আইম্যাক্স বিশেষ পিছিয়ে নেই। এখানেও প্রথম দিনের জন্য ৮২০৩টি টিকিট বিক্রি হয়েছে।
তবে দুঃখের বিষয় এটাই যে, ভাইজানের এই ছবি ভারতের কয়েকটি প্রতিবেশী দেশে মুক্তি পাবে না। এমনকি ওমান ও কুয়েতেও যাচ্ছে না এই ছবি। ধারণা করা হচ্ছে, ক্যাটরিনা কাইফের তোয়ালে দৃশ্যের জন্যই দেশ দুটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবি।‘টাইগার ৩’ ছবিতে আবারও টাইগার হয়ে ফিরছেন সালমান খান। তার সঙ্গী জয়ার চরিত্রে দেখা যাবে যথারীতি ক্যাটরিনা কাইফকে। এছাড়া থাকছেন ইমরান হাশমি। যশরাজ স্পাই ইউনিভার্সের অন্যতম চরিত্র হলো এই টাইগার। এছাড়াও আছে পাঠান ও কবীর।
সূত্র বলছে, পাঠান হিসেবে শাহরুখ খান এবং কবীর হিসেবে হৃতিক রোশন থাকছেন এই ছবিতে। এটা যশরাজ স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ১১ নভেম্বর ২০২৩
যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘টাইগার ৩’ মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর। তার আগেই ছবির আগাম বুকিং ও টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দিনের অ্যাডভান্স বুকিং থেকে এই ছবির সংগ্রহ ১২ কোটি ৪৩ লাখ টাকা। এমনটাই জানা গেছে বক্সঅফিস সূত্রে।রিপোর্ট অনুযায়ী ‘টাইগার ৩’ যেদিন মুক্তি পাচ্ছে সেদিনের ৪,৬২,৩২৭ টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে ৪,৩৫,৯১৩টি টিজার কেবল হিন্দি ২ ডি ভার্সনের। অন্যদিকে তেলুগু ২ ডি ভার্সনের ১৪,১৫৮টা টিকিট বিক্রি হয়েছে অগ্রিম। আইম্যাক্স বিশেষ পিছিয়ে নেই। এখানেও প্রথম দিনের জন্য ৮২০৩টি টিকিট বিক্রি হয়েছে।
তবে দুঃখের বিষয় এটাই যে, ভাইজানের এই ছবি ভারতের কয়েকটি প্রতিবেশী দেশে মুক্তি পাবে না। এমনকি ওমান ও কুয়েতেও যাচ্ছে না এই ছবি। ধারণা করা হচ্ছে, ক্যাটরিনা কাইফের তোয়ালে দৃশ্যের জন্যই দেশ দুটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবি।‘টাইগার ৩’ ছবিতে আবারও টাইগার হয়ে ফিরছেন সালমান খান। তার সঙ্গী জয়ার চরিত্রে দেখা যাবে যথারীতি ক্যাটরিনা কাইফকে। এছাড়া থাকছেন ইমরান হাশমি। যশরাজ স্পাই ইউনিভার্সের অন্যতম চরিত্র হলো এই টাইগার। এছাড়াও আছে পাঠান ও কবীর।
সূত্র বলছে, পাঠান হিসেবে শাহরুখ খান এবং কবীর হিসেবে হৃতিক রোশন থাকছেন এই ছবিতে। এটা যশরাজ স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি।