image

এই প্রথম একসঙ্গে টিভি অনুষ্ঠানে অরুণা-অপু

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
বিনোদন বার্তা প্রতিনিধি

এটিএন বাংলার অনুষ্ঠান মালায় আজ ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে প্রতিযোগিতামূলক সেলিব্রেটি শো ‘আমি কথা বলতে চাই’। উপস্থাপক, নির্দেশক আনজাম মাসুদের পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন। নির্বাহী প্রযোজক তাশিক আহম্মেদ।

আজকের পর্বে অংশ নিয়েছেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস এবং অপু বিশ্বাস। আনজাম মাসুদ বলেন, ‘অরুণা বিশ্বাস এবং অপু বিশ্বাস দুজন দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও এই প্রথম তারা কোনো টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন। এই দুই জনপ্রিয় নায়িকা তাদের শৈশব থেকে বর্তমান পর্যন্ত অনেক অজানা কথা বলেছেন। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও সমসাময়িক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।’

অনুষ্ঠানে লিটন খন্দকারের রচনায় গবেষণালব্ধ চারটি নাটিকায় অভিনয় করেছেন বিনয় ভদ্র, শাহিন খান, লিটন খন্দকার, জাহাঙ্গীর আলম, মনিষা, তমাল মাহবুব, শফিক খান দিলু এবং নূর এ কাঞ্চন।

সম্প্রতি