আটপর্বের একটি ওয়েব সিরিজের অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ওয়েব সিরিজটির নাম ‘তকদির’। এটি আন্তর্জাতিক ওয়েব প্লাটফরম হৈচৈ’তে প্রচার হবে। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকি। এরইমধ্যে কুটিং শেষে চঞ্চল চৌধুরী এর ডাবিং-এর কাজে ব্যস্ত রয়েছেন। ওয়েব ফিল্মটিতে চঞ্চল চৌধুরী নাম ভূমিকায় অভিনয় করছেন। এতে অভিনয় করা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ আমি এতে ভীষণ মনোযোগ দিয়ে কাজ করেছি।
খুব সহজে বিষয়টি বুঝাতে গেলে বলতে হয়, একটি সিনেমার জন্য আমি যতোটা শ্রম দেই, কষ্ট করি, মনোযোগ থাকে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি ঠিক ততোটাই শ্রম দিয়েছি এই তকদির’এ কাজ করতে গিয়ে। কারণ আমার কাছে বারবার মনে হয়েছে যে এক বিরাট পরিমাণ দর্শক এটি দেখবেন। যে কারণে কাজটি করতে গিয়ে কোয়ালিটিতে কোনরকম ছাড় দেইনি। যে ছেলেটি এটি নির্মাণ করেছে, সেও ভীষণ মেধাবী। তার পুরো ইউনিট কাজটি ভালোভাবে করার জন্যই অনেক শ্রম দিয়েছে।
যে কারণে আমার কাছে তকদির নিয়ে অনেক আশা জন্মেছে, মনের ভেতর উচ্ছাস তৈরি হয়েছে। আমার বিশ^াস ওয়েব সিরিজটি দর্শকের ভালোলাগবে। ’ চঞ্চল চৌধুরী জানান, সংক্যায় কম হলেও তকদিরের মতো ভালো গল্পের নাটক, ওয়েব সিরিজেই তিনি কাজ করতে চান।
এদিকে এরইমধ্যে চঞ্চল চৌধুরী মোশাররফ করিমের সঙ্গে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করলেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় সর্বশেষ ‘টেলিভিশন’ নাটকে তারা দু’জন অভিনয় করেছিলেন। সম্প্রতি তারা দু’জন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
এছাড়াও চঞ্চল চৌধুরী শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় আরেকটি বিজ্ঞাপনের কাজ। আপাতত দু’টি ধারাবাহিক এজাজ মুন্নার ‘শহরালী’ এবং সকাল আহমেদ’র ‘ভদ্রপাড়া’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘পাপ পূণ্য’ এবং মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
আটপর্বের একটি ওয়েব সিরিজের অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ওয়েব সিরিজটির নাম ‘তকদির’। এটি আন্তর্জাতিক ওয়েব প্লাটফরম হৈচৈ’তে প্রচার হবে। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকি। এরইমধ্যে কুটিং শেষে চঞ্চল চৌধুরী এর ডাবিং-এর কাজে ব্যস্ত রয়েছেন। ওয়েব ফিল্মটিতে চঞ্চল চৌধুরী নাম ভূমিকায় অভিনয় করছেন। এতে অভিনয় করা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ আমি এতে ভীষণ মনোযোগ দিয়ে কাজ করেছি।
খুব সহজে বিষয়টি বুঝাতে গেলে বলতে হয়, একটি সিনেমার জন্য আমি যতোটা শ্রম দেই, কষ্ট করি, মনোযোগ থাকে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি ঠিক ততোটাই শ্রম দিয়েছি এই তকদির’এ কাজ করতে গিয়ে। কারণ আমার কাছে বারবার মনে হয়েছে যে এক বিরাট পরিমাণ দর্শক এটি দেখবেন। যে কারণে কাজটি করতে গিয়ে কোয়ালিটিতে কোনরকম ছাড় দেইনি। যে ছেলেটি এটি নির্মাণ করেছে, সেও ভীষণ মেধাবী। তার পুরো ইউনিট কাজটি ভালোভাবে করার জন্যই অনেক শ্রম দিয়েছে।
যে কারণে আমার কাছে তকদির নিয়ে অনেক আশা জন্মেছে, মনের ভেতর উচ্ছাস তৈরি হয়েছে। আমার বিশ^াস ওয়েব সিরিজটি দর্শকের ভালোলাগবে। ’ চঞ্চল চৌধুরী জানান, সংক্যায় কম হলেও তকদিরের মতো ভালো গল্পের নাটক, ওয়েব সিরিজেই তিনি কাজ করতে চান।
এদিকে এরইমধ্যে চঞ্চল চৌধুরী মোশাররফ করিমের সঙ্গে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করলেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় সর্বশেষ ‘টেলিভিশন’ নাটকে তারা দু’জন অভিনয় করেছিলেন। সম্প্রতি তারা দু’জন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
এছাড়াও চঞ্চল চৌধুরী শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় আরেকটি বিজ্ঞাপনের কাজ। আপাতত দু’টি ধারাবাহিক এজাজ মুন্নার ‘শহরালী’ এবং সকাল আহমেদ’র ‘ভদ্রপাড়া’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘পাপ পূণ্য’ এবং মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা।