এসেছে ‘কাজলরেখা’ সিনেমার নতুন গান ‘হলুদ রে তুই’। গানটি প্রকাশ হয়েছে ইউটিউবে। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মণ্ডল ও হুমায়রা ঈশিকা। গত ডিসেম্বরে এর প্রথম গান ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ প্রকাশ হয়।
সরকারি অনুদানের এই সিনেমা নির্মিত হয়েছে মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’ অবলম্বনে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এ সিনেমা দিয়ে।
এ সিনেমায় কাজ করেছেন শরিফুল রাজ, খাইরুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা প্রমুখ। প্রথমে ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেটা পিছিয়েছে। আসছে বৈশাখে মুক্তি পাবে ‘কাজলরেখা’।