image

বইমেলায় এজাজের ‘আমার হুমায়ূন স্যার’

শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
বিনোদন বার্তা পরিবেশক

অভিনেতা ডা. এজাজুল ইসলাম এখনো হুমায়ূন আহমেদকে অন্তরে লালন করেন। তার সঙ্গে রয়েছে হুমায়ূন আহমেদকে নিয়ে অজস্র স্মৃতি। সেই স্মৃতি কথা নিয়ে ডা. এজাজ লিখেছেন একটি বই। এর নাম দিয়েছেন ‘আমার হুমায়ূন স্যার’। এজাজ প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিভিন্ন নাটক, টেলিছবি ও সিনেমায় অভিনয় করেছেন।

এরপর তিনি বিভিন্ন নির্মাতার সঙ্গে কাজ করেও প্রশংসা পেয়েছেন। তবে তিনি হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করে যে আনন্দ ও তৃপ্তি পেয়েছেন তার আর কোনো নির্মাতার সঙ্গে পাননি বলে নিজেই দাবি করেছেন তিনি। অভিনেতা ডা. এজাজ বলেন, ‘এখনো আমি হুমায়ূন আহমেদ নামের এক মোহময় ঘোরের মধ্যে আছি।’

হুমায়ূন আহমেদকে নিয়ে ডা. এজাজের লেখা ‘আমার হুমায়ূন স্যার’ বইটি প্রকাশ করেছেন প্রকাশনা সংস্থা সময় প্রকাশন। এর প্রচ্ছদ করেছেন আরাফাত করিম। বইটি প্রসঙ্গে ডা. এজাজ বলেন, ‘বইটি প্রকাশের পর থেকেই পাঠকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। মেলার স্টল থেকে বিভিন্ন শ্রেণীর পাঠকরা বইটি আগ্রহের সঙ্গে সংগ্রহ করেছেন।’

সম্প্রতি