ঈদের আগের দিন রাত ৯.৫০ মিনিটে বিটিভিতে দেখা যাবে ঈদ ম্যাগাজিন ‘এইদিন সেইদিন ঈদ আনন্দ’ অনুষ্ঠান। এর মাধ্যমে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রখ্যাত উপস্থাপক আবদুল্লাহ আবু সায়ীদ দীর্ঘ ২৫ বছর পরে আবার উপস্থাপনা করলেন। আফজাল হোসেনও এই অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।
দীর্ঘদিন পর উপস্থাপনা করলেন ফরহাদুর রেজা-ও। প্রথম কোনো স্যাটেলাইট টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেছেন জাদুশিল্পী জুয়েল আইচ। আরও থাকছে সেইদিনের কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও নকীব খানের রেনেসাঁর পরিবেশনা এবং এই দিনের বালাম-কোনাল ও সেরাকণ্ঠের শিল্পীদের পরিবেশনা।
অনুষ্ঠানের থিম সংগীত করেছেন শিল্পী বালাম। অনুষ্ঠানটি দর্শক দেখতে পাবেন ঈদের আগের দিন রাত ৯.৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।