বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

এফডিসিতে আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

image

এফডিসিতে আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
বিনোদন প্রতিবেদক

দেশের সবচেয়ে নোংরা ও সমালোচিত ইভেন্ট বিবেচনা করা হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গত বছরের নির্বাচনে সাধারণ সম্পাদক পদটি অমিমাংশিত থাকলেও আজ ১৯ এপ্রিল বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন। যেটার মেয়াদ ২০২৪ থেকে ২০২৬।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি কলি-নিপুণ পরিষদ, অন্যটি মিশা-ডিপজল পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খলঅভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গত আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন নায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন খলনায়ক ডিপজল।

নির্বাচন ঘিরে এরই মধ্যে নির্বাচনী পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে এফডিসির চারদিক। যদিও এই আনন্দঘন চিত্র নির্বাচন শেষেও অবশিষ্ট থাকে কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন!

তবে নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাবনা রয়েছে প্রার্থীদের মনে। নিজের নির্বাচনী লক্ষ্যের বিষয়ে মিশা সওদাগর বলেছেন, ‘শিল্পীরা বেশি কিছু চায় না, তারা সম্মান চায়। ইফতার, পিকনিক, উৎসব এসবে সম্মান চায়। কোনো শিল্পী অসুস্থ হলে যথাসম্ভব তার পাশে থাকা। এসবই আমাদের মূল লক্ষ্য।’

অন্যদিকে আরেক সভাপতি পদের প্রার্থী মাহমুদ কলির লক্ষ্য, ‘মানুষের কাছে চলচ্চিত্রের সুনাম কিছুটা ক্ষুণ্ন হয়েছে। আমার চেষ্টা থাকবে সেটা পুনরুদ্ধার করা।’

দুই প্যানেলের হয়ে কে কোন পদে লড়ছেন, এক ঝলকে তা জেনে নেয়া যাক।

কলি-নিপুণ পরিষদ

সহসভাপতি পদে আছেন ড্যানি সিডাক ও অমিত হাসান। সহসাধারণ সম্পাদক পদে বাপ্পি সাহা। সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন আজাদ খান।

এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদের জন্য লড়ছেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো. সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান।

মিশা-ডিপজল পরিষদ

সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। সহসাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

এই প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য হতে চান অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন ও ফিরোজ মিয়া।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। আগামীকাল সকাল ৯টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুরে এক ঘণ্টা বিরতি থাকবে মধ্যাহ্নভোজের জন্য। এবারের মোট ভোটার ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।

‘বিনোদন’ : আরও খবর

» অ্যালবাম কবে আসবে, জানাল ব্ল্যাকপিঙ্ক

» আজকাল আপন-পর চিনতে পারছি : তৌসিফ

» রজনীকান্তের ‘কুলি’ ৭০০ কোটির ক্লাবে

» নিজের নির্দেশনায় ফিরলেন সোহেল আরমান, সঙ্গে শানু

» আবার সম্প্রচারে ‘কোক স্টুডিও বাংলা’

» আসছে শাকিবের ‘সোলজার’

» অপু আমানের কথা-সুরে নিশাতের কন্ঠে ‘বিদেশে যাইওনা রে বন্ধু’

» ফিরছেন দীপিকা

» শুক্রবার চ্যানেল আইতে টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’

» মঞ্চায়ন হলো শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’

» কেএম সোহাগ রানার ধারাবাহিক ‘দেনা পাওনা’

» সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন জাহিদ হাসান

» গুলশান হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার দেখানো হলো

» ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘ডট’

» আসছে ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিজন-২

» ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

» বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন

» ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসিফ

» প্রকাশ্যে পায়গাম রাব্বানীর ‘শীতের সকাল’

» ‘জয়িতার দিনরাত্রি’তে অনবদ্য বৃষ্টি