image

১০ জেলায় নজরুল সংগীত কর্মশালা

বিনোদন প্রতিবেদক

আবারো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতার অয়োজনে ১০ জেলায় ১০ দিনব্যাপী শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীত কর্মশালা।

চলবে আগামী ২০-৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত। এবারে প্রশিক্ষণ যে ১০টি জেলায় পরিচালিত হবে সেই জেলাগুলো হলোÑ ময়মনসিংহ (২০-২১ এপ্রিল), মানিকগঞ্জ (২০-২১ এপ্রিল), মুন্সীগঞ্জ (২২-২৩ এপ্রিল), নরসিংদী (২৪-২৫ এপ্রিল), টাঙ্গাইল (২৫-২৬ এপ্রিল), গাজীপুর (২৬-২৭ এপ্রিল), কিশোরগঞ্জ (২৬-২৭ এপ্রিল), নারায়নগঞ্জ (২৭-২৮ এপ্রিল), শেরপুর (২৭-২৮ এপ্রিল) ও সিরাজগঞ্জ (২৯-৩০ এপ্রিল)।

এই ব্যাপারে আগ্রহী সব শিক্ষার্থীদের নিজ নিজ জেলার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

সম্প্রতি