মেহজাবীন চৌধুরীর জন্মদিনে জানা গেল বড়পর্দায় তার অভিষেকের খবর। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড়পর্দায় প্রিয় মালতী হয়ে হাজির হবেন মেহজাবীন। ফ্রেম পার সেকেন্ড ও চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি এ বছরের কোনো একসময় মুক্তি দেয়া হবে সিনেমা হলে। ১৯ এপ্রিল বিকেলে অর্থাৎ মেহজাবীনের জন্মদিনেই ঢাকার একটি হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সিনেমার ঘোষণা দেয়া হয়। রিয়েলিটি শো দিয়ে বিনোদন জগতে যাত্রা করেছিলেন আজকের মেহজাবীন চৌধুরী।
বড়পর্দায় নিজের প্রথম সিনেমা নিয়ে তিনি বেশ খুশি। তিনি বলেন, ‘জন্মদিনে সিনেমার ঘোষণাটা আমার জন্য খুব স্পেশাল। এতে দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবে। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।’ সিনেমার গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রিয় মালতী সিনেমার শুটিং হয়েছে। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ হয়েছে দৃশ্য। মেহজাবীনের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘ফিল্ম মেকিংটা আমার কাছে সবসময় কষ্টের কাজ মনে হয়। তবে প্রিয় মালতী কাজটা আমার জন্য একদম সহজ করে দিয়েছেন দুই প্রযোজক। আমি শুধু নির্মাণ ও গল্প নিয়েই ভেবেছি। সেই সঙ্গে যাদের কাস্ট হিসেবে চিন্তা করেছি তাদের সঙ্গে পেয়েছি। মেহজাবীনের মতো অভিনেত্রীকে নিয়ে কাজ করতে পারাটাও আনন্দের।’
সিনেমার ঘোষণার পাশাপাশি কেক কেটেও উদযাপন করা হয় মেহজাবীনের জন্মদিন। এ আয়োজনে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুন, এলিটা করিম, মোস্তফা মন্ওয়ার, জেফার রহমান, রাকা নওশীন নাওয়ারসহ আরও অনেকে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            সোমবার, ২২ এপ্রিল ২০২৪
মেহজাবীন চৌধুরীর জন্মদিনে জানা গেল বড়পর্দায় তার অভিষেকের খবর। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড়পর্দায় প্রিয় মালতী হয়ে হাজির হবেন মেহজাবীন। ফ্রেম পার সেকেন্ড ও চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি এ বছরের কোনো একসময় মুক্তি দেয়া হবে সিনেমা হলে। ১৯ এপ্রিল বিকেলে অর্থাৎ মেহজাবীনের জন্মদিনেই ঢাকার একটি হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সিনেমার ঘোষণা দেয়া হয়। রিয়েলিটি শো দিয়ে বিনোদন জগতে যাত্রা করেছিলেন আজকের মেহজাবীন চৌধুরী।
বড়পর্দায় নিজের প্রথম সিনেমা নিয়ে তিনি বেশ খুশি। তিনি বলেন, ‘জন্মদিনে সিনেমার ঘোষণাটা আমার জন্য খুব স্পেশাল। এতে দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবে। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।’ সিনেমার গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রিয় মালতী সিনেমার শুটিং হয়েছে। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ হয়েছে দৃশ্য। মেহজাবীনের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘ফিল্ম মেকিংটা আমার কাছে সবসময় কষ্টের কাজ মনে হয়। তবে প্রিয় মালতী কাজটা আমার জন্য একদম সহজ করে দিয়েছেন দুই প্রযোজক। আমি শুধু নির্মাণ ও গল্প নিয়েই ভেবেছি। সেই সঙ্গে যাদের কাস্ট হিসেবে চিন্তা করেছি তাদের সঙ্গে পেয়েছি। মেহজাবীনের মতো অভিনেত্রীকে নিয়ে কাজ করতে পারাটাও আনন্দের।’
সিনেমার ঘোষণার পাশাপাশি কেক কেটেও উদযাপন করা হয় মেহজাবীনের জন্মদিন। এ আয়োজনে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুন, এলিটা করিম, মোস্তফা মন্ওয়ার, জেফার রহমান, রাকা নওশীন নাওয়ারসহ আরও অনেকে।