image

রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে মেগা সিরিয়াল

বিনোদন বার্তা পরিবেশক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘দেনা পাওনা’। সেটি অবলম্বনে নির্মিত হয়েছে একটি মেগা সিরিয়াল যা পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণির যৌথ চিত্রনাট্যে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। এর সংলাপ রচনা করেছেন অলভী সরকার। আজ ১৮ মে থেকে এর প্রচার শুরু হচ্ছে দীপ্ত টিভিতে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় প্রচার হবে নাটকটির পর্ব।

সেই সঙ্গে চ্যানেলটির ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে এটি। ধারাবাহিকটির পরিচালক গোলাম মুক্তাদির বলেন, ‘দীপ্ত টেলিভিশন সব সময় মানসম্পন্ন নাটক নির্মাণ করে আসছে। দেনা পাওনাতেও আমরা সেই মানকে অক্ষুণ্ন রেখে দর্শককে ভালো একটি গল্প বলতে চাই। আশা করি ধারাবাহিকটি দর্শকপ্রিয় হবে।’

নাটকের বিভিন্ন চরিত্রে থাকছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এছাড়া একঝাঁক তরুণকেও পাওয়া যাবে এতে। এর মধ্যে তনুশ্রী কারকুন (পারমিতা), তনয় বিশ্বাস (ইরফান), কাজী কানিজ (রিয়া), শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, তিশা চৌধুরী, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, নাফিয়াত প্রমি, সাজ্জাদ হোসেন প্রমুখ উল্লেখযোগ্য।

সম্প্রতি