লোক নাট্যদলের সাড়াজাগানো নিরীক্ষাধর্মী প্রযোজনা ময়মনসিংহ গীতিকার আখ্যান ‘সোনাই মাধব’ ২০০তম মঞ্চায়নের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। আজ ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সোনাই মাধবের ২০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। সোনাই মাধবের এই ২০০তম মঞ্চায়ন নাটকটির অন্যতম দুই প্রধান অভিনয় শিল্পী ও লোক নাট্যদলের সংগঠক প্রয়াত জাহিদুর রহমান পিপলু ও আসলাম শিহিরের স্মৃতির উদ্দেশ্য নিবেদন করা হয়েছে।
উল্লেখ্য, জাহিদুর রহমান পিপলু লোক নাট্যদলের অন্যতম প্রধান কান্ডারি ও সোনাই মাধব নাটকের গ্রন্থিক, বাঘরাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করতেন, যিনি গত ১৮ নভেম্বর ২০২৩ তারিখে ইন্তেকাল করেন। অন্যদিকে, আসলাম শিহিরও দলের অন্যতম সিনিয়র সদস্য ছিলেন যিনি দীর্ঘসময় পর্যন্ত সোনাই মাধবের ‘মাধব’ চরিত্রে অভিনয় করেছেন। তিনিও গত ৩০ জানুয়ারি ২০২৪ তারিখে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান।
২০০তম মঞ্চায়নের পূর্বে সোনাই মাধব নাটকে এযাবত যারা অভিনয় করেছেন ও নেপথ্যে বা কারিগরি বিষয়ে যুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব খলিল আহমদ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। এছাড়া নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও নাট্যকর্মীরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বাংলা ১৪০০ সালকে বরণ করার উপলক্ষে ১৯৯৩ সালের ১৪ এপ্রিল প্রথম এ প্রযোজনাটি মঞ্চে আসে। সোনাই মাধবের গানগুলোর সুর করেছেন দীনেদ্র চৌধুরী ও সুর ও সংগীত করেছেন মোস্তফা আনোয়ার স্বপন, সংগীত সমন্বয় করেছেন অভিজিৎ চৌধুরী।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, আনোয়ার কায়সার, হাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, প্রদীপ সরকার, পিনাকী রঞ্জন সরকার, সায়িক সিদ্দিকী, নূরুল ইসলাম খান রতন, বাসুদেব হালদার, মনিলাল হালদার, মিনহাজুল হুদা দীপ, মোজাম্মেল হক পাপন, আবদুল আউয়াল, সাদেকুল ইসলাম, সুধাংশু নাথ, মোজাক্কির আলম রাফান, তনয় মজুমদার, সোহেল মাসুদ, তানভীর রাজিব প্রমুখ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ১৩ জুলাই ২০২৪
লোক নাট্যদলের সাড়াজাগানো নিরীক্ষাধর্মী প্রযোজনা ময়মনসিংহ গীতিকার আখ্যান ‘সোনাই মাধব’ ২০০তম মঞ্চায়নের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। আজ ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সোনাই মাধবের ২০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। সোনাই মাধবের এই ২০০তম মঞ্চায়ন নাটকটির অন্যতম দুই প্রধান অভিনয় শিল্পী ও লোক নাট্যদলের সংগঠক প্রয়াত জাহিদুর রহমান পিপলু ও আসলাম শিহিরের স্মৃতির উদ্দেশ্য নিবেদন করা হয়েছে।
উল্লেখ্য, জাহিদুর রহমান পিপলু লোক নাট্যদলের অন্যতম প্রধান কান্ডারি ও সোনাই মাধব নাটকের গ্রন্থিক, বাঘরাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করতেন, যিনি গত ১৮ নভেম্বর ২০২৩ তারিখে ইন্তেকাল করেন। অন্যদিকে, আসলাম শিহিরও দলের অন্যতম সিনিয়র সদস্য ছিলেন যিনি দীর্ঘসময় পর্যন্ত সোনাই মাধবের ‘মাধব’ চরিত্রে অভিনয় করেছেন। তিনিও গত ৩০ জানুয়ারি ২০২৪ তারিখে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান।
২০০তম মঞ্চায়নের পূর্বে সোনাই মাধব নাটকে এযাবত যারা অভিনয় করেছেন ও নেপথ্যে বা কারিগরি বিষয়ে যুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব খলিল আহমদ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। এছাড়া নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও নাট্যকর্মীরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বাংলা ১৪০০ সালকে বরণ করার উপলক্ষে ১৯৯৩ সালের ১৪ এপ্রিল প্রথম এ প্রযোজনাটি মঞ্চে আসে। সোনাই মাধবের গানগুলোর সুর করেছেন দীনেদ্র চৌধুরী ও সুর ও সংগীত করেছেন মোস্তফা আনোয়ার স্বপন, সংগীত সমন্বয় করেছেন অভিজিৎ চৌধুরী।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, আনোয়ার কায়সার, হাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, প্রদীপ সরকার, পিনাকী রঞ্জন সরকার, সায়িক সিদ্দিকী, নূরুল ইসলাম খান রতন, বাসুদেব হালদার, মনিলাল হালদার, মিনহাজুল হুদা দীপ, মোজাম্মেল হক পাপন, আবদুল আউয়াল, সাদেকুল ইসলাম, সুধাংশু নাথ, মোজাক্কির আলম রাফান, তনয় মজুমদার, সোহেল মাসুদ, তানভীর রাজিব প্রমুখ।