অলংকার চৌধুরী
সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘মুক্তির ছোট গল্প’তে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী অলংকার চৌধুরী। সিনেমার গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল। সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এরই মধ্যে সিনেমার কাজ শেষ হয়। ডাবিংয়ের কাজও শেষ করেছেন এমনটাই জানালেন অলংকার। প্রথমবার সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সত্যিকার অর্থেই কি দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? যুদ্ধ কিন্তু এখনো চলছে। ২০২০ সালে আমরা করোনার মতো মহামারির সঙ্গে যুদ্ধ করেছি।
আমাদের জীবনে স্বাভাবিকতা কিন্তু এখনো ফিরে আসেনি। আবার তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ প্রতিনিয়ত মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। তো এই সিনেমায় আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। যার নাম নদী। নদী তরুণ প্রজন্মকেই সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। আবার মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা তুলে ধরার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে নদী তার অবস্থান থেকে ভূমিকা রাখতে চায়।
একজন মাসুদ জাকারিয়া সাবিন আমার ভীষণ প্রিয় পরিচালক। তার নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করে সত্যিই আমি ভীষণ সন্তুষ্ট। আমি এই সিনেমার একজন হিসেবে সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।’ অলংকার এখন এই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, শীঘ্রই সিনেমাটি সেন্সরে যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রচালিত হয়েছে এনটিভিতে অলংকার অভিনীত রানা বর্তমান পরিচালিত ‘আপন বাঁকে’।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
অলংকার চৌধুরী
রোববার, ১৪ জুলাই ২০২৪
সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘মুক্তির ছোট গল্প’তে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী অলংকার চৌধুরী। সিনেমার গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল। সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এরই মধ্যে সিনেমার কাজ শেষ হয়। ডাবিংয়ের কাজও শেষ করেছেন এমনটাই জানালেন অলংকার। প্রথমবার সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সত্যিকার অর্থেই কি দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? যুদ্ধ কিন্তু এখনো চলছে। ২০২০ সালে আমরা করোনার মতো মহামারির সঙ্গে যুদ্ধ করেছি।
আমাদের জীবনে স্বাভাবিকতা কিন্তু এখনো ফিরে আসেনি। আবার তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ প্রতিনিয়ত মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। তো এই সিনেমায় আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। যার নাম নদী। নদী তরুণ প্রজন্মকেই সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। আবার মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা তুলে ধরার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে নদী তার অবস্থান থেকে ভূমিকা রাখতে চায়।
একজন মাসুদ জাকারিয়া সাবিন আমার ভীষণ প্রিয় পরিচালক। তার নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করে সত্যিই আমি ভীষণ সন্তুষ্ট। আমি এই সিনেমার একজন হিসেবে সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।’ অলংকার এখন এই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, শীঘ্রই সিনেমাটি সেন্সরে যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রচালিত হয়েছে এনটিভিতে অলংকার অভিনীত রানা বর্তমান পরিচালিত ‘আপন বাঁকে’।