এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আয়েশা মৌসুমী সম্প্রতি তৃতীয়বার সিঙ্গাপুর ঘুরে আসলেন। ১০ আগস্ট সিঙ্গাপুরে দশ হাজার প্রবাসী বাংলাদেশিদের সামনে সংগীত পরিবেশন করে আসলেন বলে জানিয়েছেন এই গায়িকা। দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর মৌসুমীর দৃষ্টিতে এটি ছিলো তার প্রথম স্টেজ শো এবং অন্যতম একটি স্টেজ শো। মৌসুমী বলেন, ‘দশ হাজার মানুষের মধ্যে আমি যে উচ্ছ্বাস-আনন্দ দেখেছি, তা এর আগে আমার খুব কমই দেখার সৌভাগ্য হয়েছে।
মানুষ ভীষণ আনন্দ নিয়ে তালে তালে আমার গান অনুভব করছেন। আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে এত মানুষের মধ্যে সংগীত পরিবেশন করতে। ধন্যবাদ আয়োজকদের প্রতি। বিশেষ ধন্যবাদ গায়িকা নাজু আখন্দ আপাকে, সুদূর আমেরিকায় বসে সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমি নাজু আপার আরও সাফল্য কামনা করছি।’
এদিকে সিঙ্গাপুর থেকে পরের দিন ১১ আগস্টই ফিরে আসেন আয়েশা মৌসুমী। ফিরে এসেই তার নতুন দুটি মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছেন। তারিক তুহিন ও মেহেদী হাসান লিমনের লেখা , ইয়াসিন হোসেন নীরুর সুর করা দুটি গান প্রস্তুত। এরইমধ্যে এই দুটি গান নিয়ে মিউজিক ভিডিওর কাজ শেষ করে গান দুটি প্রকাশ করবেন তিনি। উল্লেখ্য, আয়েশা মৌসুমী প্রথম সিঙ্গাপুরে যান ২০১৭ সালে, পরবর্তীতে দ্বিতীয়বার সেখানে যানি ২০২১ সালে।
এদিকে ২২ শ্রাবণ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছে মৌসুমী ও শাহ হামজার কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আমারো পরাণো যাহা চায়’ গানটি। এর সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানটির ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শঙ্কর।
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আয়েশা মৌসুমী সম্প্রতি তৃতীয়বার সিঙ্গাপুর ঘুরে আসলেন। ১০ আগস্ট সিঙ্গাপুরে দশ হাজার প্রবাসী বাংলাদেশিদের সামনে সংগীত পরিবেশন করে আসলেন বলে জানিয়েছেন এই গায়িকা। দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর মৌসুমীর দৃষ্টিতে এটি ছিলো তার প্রথম স্টেজ শো এবং অন্যতম একটি স্টেজ শো। মৌসুমী বলেন, ‘দশ হাজার মানুষের মধ্যে আমি যে উচ্ছ্বাস-আনন্দ দেখেছি, তা এর আগে আমার খুব কমই দেখার সৌভাগ্য হয়েছে।
মানুষ ভীষণ আনন্দ নিয়ে তালে তালে আমার গান অনুভব করছেন। আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে এত মানুষের মধ্যে সংগীত পরিবেশন করতে। ধন্যবাদ আয়োজকদের প্রতি। বিশেষ ধন্যবাদ গায়িকা নাজু আখন্দ আপাকে, সুদূর আমেরিকায় বসে সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমি নাজু আপার আরও সাফল্য কামনা করছি।’
এদিকে সিঙ্গাপুর থেকে পরের দিন ১১ আগস্টই ফিরে আসেন আয়েশা মৌসুমী। ফিরে এসেই তার নতুন দুটি মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছেন। তারিক তুহিন ও মেহেদী হাসান লিমনের লেখা , ইয়াসিন হোসেন নীরুর সুর করা দুটি গান প্রস্তুত। এরইমধ্যে এই দুটি গান নিয়ে মিউজিক ভিডিওর কাজ শেষ করে গান দুটি প্রকাশ করবেন তিনি। উল্লেখ্য, আয়েশা মৌসুমী প্রথম সিঙ্গাপুরে যান ২০১৭ সালে, পরবর্তীতে দ্বিতীয়বার সেখানে যানি ২০২১ সালে।
এদিকে ২২ শ্রাবণ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়েছে মৌসুমী ও শাহ হামজার কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আমারো পরাণো যাহা চায়’ গানটি। এর সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানটির ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শঙ্কর।