বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তার পরবর্তীতে বন্যার কারণে একটি প্রতিকুল সময়ের মধ্যদিয়ে সময় পার করছে সবাই। মিডিয়াতেও স্বাভাবিক অবস্থা ফিরেনি এখনো। ঠিক কবে নাগাদ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত বলা যাচ্ছেনা। কিন্তু তারপরও কাজে ফেরার চেষ্টা করছেন সবাই। এই প্রজন্মের সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা ও সেই চেষ্টা করছেন।
এরইমধ্যে তিনি বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। এছাড়াও সামনে আরো কয়েকটি টিভি চ্যানেলে তার রেকর্ডিং রয়েছে বলে জানান মিথিলা। মিথিলা’র প্রকাশিত প্রথম মৌলিক গান ছিলো তার নিজেরই লেখা, সুর করা ‘আঁধো আঁধো’ গানটি। মিথিলার প্রথম একক অ্যালবাম ‘মন রে’ প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। এরপর একক গান ‘ছুঁয়ে দিলে হাত’ প্রকাশিত হয় জি-সিরিজ থেকে। এই গানও তার নিজেরই লেখা ও সুরে।
মিথিলা জানান, বেশকিছু নাটকেও তার গান রয়েছে, চলতি বছরেই তিনি বিটিভি’র আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আর তালিকাভুক্ত হয়েই তিনি ‘মা’ শিরোনামের একটি মৌলিক গান গাওয়ার সুযোগ পেলেন। গানটি লিখেছেন রুশমী চৌধুরী, সুর সঙ্গীত করেছেন ফরিদ বঙ্গবাসী।
তানজিন মিথিলা বলেন, ‘গানে আজকে আমার যতোুকুই অবস্থান হয়েছে তাতে আমি সন্তুষ্ট। কৃতজ্ঞতা বিটিভি পরিবারের প্রতি। আমার জীবনের নতুন পথচলা শুরু হলো বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার মধ্যদিয়ে। আজীবন গানই করে যেতে চাই। অনেক বড় হতে পারবো কী না জানিনা, তবে শুদ্ধ সঙ্গীত করে যেতে চাই।’
শনিবার, ৩১ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তার পরবর্তীতে বন্যার কারণে একটি প্রতিকুল সময়ের মধ্যদিয়ে সময় পার করছে সবাই। মিডিয়াতেও স্বাভাবিক অবস্থা ফিরেনি এখনো। ঠিক কবে নাগাদ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত বলা যাচ্ছেনা। কিন্তু তারপরও কাজে ফেরার চেষ্টা করছেন সবাই। এই প্রজন্মের সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা ও সেই চেষ্টা করছেন।
এরইমধ্যে তিনি বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। এছাড়াও সামনে আরো কয়েকটি টিভি চ্যানেলে তার রেকর্ডিং রয়েছে বলে জানান মিথিলা। মিথিলা’র প্রকাশিত প্রথম মৌলিক গান ছিলো তার নিজেরই লেখা, সুর করা ‘আঁধো আঁধো’ গানটি। মিথিলার প্রথম একক অ্যালবাম ‘মন রে’ প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। এরপর একক গান ‘ছুঁয়ে দিলে হাত’ প্রকাশিত হয় জি-সিরিজ থেকে। এই গানও তার নিজেরই লেখা ও সুরে।
মিথিলা জানান, বেশকিছু নাটকেও তার গান রয়েছে, চলতি বছরেই তিনি বিটিভি’র আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আর তালিকাভুক্ত হয়েই তিনি ‘মা’ শিরোনামের একটি মৌলিক গান গাওয়ার সুযোগ পেলেন। গানটি লিখেছেন রুশমী চৌধুরী, সুর সঙ্গীত করেছেন ফরিদ বঙ্গবাসী।
তানজিন মিথিলা বলেন, ‘গানে আজকে আমার যতোুকুই অবস্থান হয়েছে তাতে আমি সন্তুষ্ট। কৃতজ্ঞতা বিটিভি পরিবারের প্রতি। আমার জীবনের নতুন পথচলা শুরু হলো বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার মধ্যদিয়ে। আজীবন গানই করে যেতে চাই। অনেক বড় হতে পারবো কী না জানিনা, তবে শুদ্ধ সঙ্গীত করে যেতে চাই।’