দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের সর্বস্তরের মানুষ। যার যার অবস্থান থেকে দেশের এ সংকটকালে সবাই সাধ্যমতো চেষ্টা করছেন মানুষের পাশে থাকার। পিছিয়ে নেই শিল্পীসমাজও। বিশেষ করে ব্যান্ড ইন্ডাস্ট্রি। তারাও এগিয়ে এসেছে এই বিপদে। কনসার্ট করে ফান্ড রাইজিং করছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। এবার ৩ সেপ্টেম্বর ‘মানবতার ডাক’ শিরোনামের কনসার্টের মাধ্যমে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে আয়োজন করা হয়েছে।
কনসার্টে দেশের মেইনস্ট্রিম তিন ব্যান্ড ফিডব্যাক, আর্ক ও সাবকনসাস ছাড়াও আরও ১৩টি ব্যান্ড পারফর্ম করবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। জানানো হয়, বন্যার্তদের সেবায় চ্যারিটি কনসার্টটি আয়োজন করা হচ্ছে। এখান থেকে অর্জিত অর্থ তারা বন্যার্তদের জন্য খরচ করবে। তাই সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং মানবতার হাত বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ ওরিয়েন্ট প্লে গ্রাউন্ড, ঢাকেশ্বরী, পলাশী রোডে এ কনসার্ট আয়োজন করা হয়েছে। এটি একটি উন্মুক্ত কনসার্ট। যেখানে কোনো টিকেট থাকবে না। আগত সবাই যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে পারবেন।
বন্যার্তদের জন্য প্রায় প্রতিদিনই কনসার্ট করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি কনসার্ট। ইউনাইটেড কমিউনিকেশনসের আয়োজনে ‘ঢাকা রক কার্নিভাল : স্বাধীন বাংলা বেতার’ শীর্ষক এ কনসার্ট হবে ঢাকার ১০০ ফিটে অবস্থিত গ্রিনভিল আউটডোরে। এতে পারফর্ম করবে ‘শিরোনামহীন’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাভয়েড রাফা’, ‘অ্যাশেজ’, ‘পাওয়ারসার্জ’, ‘কার্নিভাল’, ‘হাইওয়ে’, ‘ওউনড’, ‘আপেক্ষিক’ ও ‘আফটারম্যাথ’। এছাড়া একক পরিবেশনায় থাকবেন এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং। টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরকে।
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪
দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের সর্বস্তরের মানুষ। যার যার অবস্থান থেকে দেশের এ সংকটকালে সবাই সাধ্যমতো চেষ্টা করছেন মানুষের পাশে থাকার। পিছিয়ে নেই শিল্পীসমাজও। বিশেষ করে ব্যান্ড ইন্ডাস্ট্রি। তারাও এগিয়ে এসেছে এই বিপদে। কনসার্ট করে ফান্ড রাইজিং করছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। এবার ৩ সেপ্টেম্বর ‘মানবতার ডাক’ শিরোনামের কনসার্টের মাধ্যমে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে আয়োজন করা হয়েছে।
কনসার্টে দেশের মেইনস্ট্রিম তিন ব্যান্ড ফিডব্যাক, আর্ক ও সাবকনসাস ছাড়াও আরও ১৩টি ব্যান্ড পারফর্ম করবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। জানানো হয়, বন্যার্তদের সেবায় চ্যারিটি কনসার্টটি আয়োজন করা হচ্ছে। এখান থেকে অর্জিত অর্থ তারা বন্যার্তদের জন্য খরচ করবে। তাই সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং মানবতার হাত বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ ওরিয়েন্ট প্লে গ্রাউন্ড, ঢাকেশ্বরী, পলাশী রোডে এ কনসার্ট আয়োজন করা হয়েছে। এটি একটি উন্মুক্ত কনসার্ট। যেখানে কোনো টিকেট থাকবে না। আগত সবাই যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে পারবেন।
বন্যার্তদের জন্য প্রায় প্রতিদিনই কনসার্ট করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি কনসার্ট। ইউনাইটেড কমিউনিকেশনসের আয়োজনে ‘ঢাকা রক কার্নিভাল : স্বাধীন বাংলা বেতার’ শীর্ষক এ কনসার্ট হবে ঢাকার ১০০ ফিটে অবস্থিত গ্রিনভিল আউটডোরে। এতে পারফর্ম করবে ‘শিরোনামহীন’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাভয়েড রাফা’, ‘অ্যাশেজ’, ‘পাওয়ারসার্জ’, ‘কার্নিভাল’, ‘হাইওয়ে’, ‘ওউনড’, ‘আপেক্ষিক’ ও ‘আফটারম্যাথ’। এছাড়া একক পরিবেশনায় থাকবেন এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং। টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরকে।