কয়েক বছর আগে ‘মায়া বাড়াইছে’ শিরোনামে একটি গান প্রকাশ প্রায় ধ্রুব মিউজিক স্টেশনে। এই গানের মধ্য দিয়েই একজন সংগীতশিল্পী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে পরিচিতি পান এই প্রজন্মের সংগীতশিল্পী রোকসানা রূপসা। কে জিয়ার লেখা ও সুরে গানটির মিউজিক ভিডিওতে রোকসানা রূপসা অভিনয়ও করেছিলেন। গানটির মিউজিক ভিডিওতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক কায়েস আরজু। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন মাহিন আওলাদ।
মাহিন আওলাদের ভাষ্যমতে, রূপসা যেমন অসাধারণ গেয়েছেন ঠিক তেমনি মিউজিক ভিডিওতে পারফর্মও করেছিলেন অনবদ্য। রোকসানা রূপসা গানের নিয়মিত একজন শিল্পী। আগামীদিনগুলো তিনি গানে গানেই পার করতে চান।
ছোটবেলায় তার মামা শাহীনের কাছে তার গানে হাতেখড়ি। এরপর তার তার নিজ এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরো বেশ কয়েকজনের কাছে গানে তালিম নিয়েছেন।
রূপসা বলেন, ‘তিন বছর আগে বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব এখন আমার কাঁধে। যেহেতু পারিবারের বড় সন্তান, তাই পরিবারের প্রতি মনোযোগ রেখেই কাজ করতে হয়। তবে দুঃখ একটাই আমার ভয়েসটা মনের মতো করে কাজে লাগাতে পারলাম না। এই যে গানকে ঘিরে এত সাধনা, এত আরাধনা যদি কাজেই না লাগাতে পারি কী হবে। তবে আমার বিশ্বাস সামনে সময় সুযোগ হবে। আমি গানে গানেই আমার আগামীর পৃথিবী রচনা করতে চাই। চাই সবার সহযোগিতা।’
রূপসার কণ্ঠে গানগুলোর মধ্যে ফোক গান, আধুনিক গান হচ্ছে ‘সেই যে গেলে আর ফিরে এলে না’,‘ তুই বিহনে’, ‘বলরে পাখি’, ‘নিশি রাইতের কালে বন্ধু’, ‘প্রেম কে আপন করে’ ইত্যাদি।
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
কয়েক বছর আগে ‘মায়া বাড়াইছে’ শিরোনামে একটি গান প্রকাশ প্রায় ধ্রুব মিউজিক স্টেশনে। এই গানের মধ্য দিয়েই একজন সংগীতশিল্পী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে পরিচিতি পান এই প্রজন্মের সংগীতশিল্পী রোকসানা রূপসা। কে জিয়ার লেখা ও সুরে গানটির মিউজিক ভিডিওতে রোকসানা রূপসা অভিনয়ও করেছিলেন। গানটির মিউজিক ভিডিওতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক কায়েস আরজু। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন মাহিন আওলাদ।
মাহিন আওলাদের ভাষ্যমতে, রূপসা যেমন অসাধারণ গেয়েছেন ঠিক তেমনি মিউজিক ভিডিওতে পারফর্মও করেছিলেন অনবদ্য। রোকসানা রূপসা গানের নিয়মিত একজন শিল্পী। আগামীদিনগুলো তিনি গানে গানেই পার করতে চান।
ছোটবেলায় তার মামা শাহীনের কাছে তার গানে হাতেখড়ি। এরপর তার তার নিজ এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরো বেশ কয়েকজনের কাছে গানে তালিম নিয়েছেন।
রূপসা বলেন, ‘তিন বছর আগে বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব এখন আমার কাঁধে। যেহেতু পারিবারের বড় সন্তান, তাই পরিবারের প্রতি মনোযোগ রেখেই কাজ করতে হয়। তবে দুঃখ একটাই আমার ভয়েসটা মনের মতো করে কাজে লাগাতে পারলাম না। এই যে গানকে ঘিরে এত সাধনা, এত আরাধনা যদি কাজেই না লাগাতে পারি কী হবে। তবে আমার বিশ্বাস সামনে সময় সুযোগ হবে। আমি গানে গানেই আমার আগামীর পৃথিবী রচনা করতে চাই। চাই সবার সহযোগিতা।’
রূপসার কণ্ঠে গানগুলোর মধ্যে ফোক গান, আধুনিক গান হচ্ছে ‘সেই যে গেলে আর ফিরে এলে না’,‘ তুই বিহনে’, ‘বলরে পাখি’, ‘নিশি রাইতের কালে বন্ধু’, ‘প্রেম কে আপন করে’ ইত্যাদি।