অভিনেত্রী কুসুম সিকদার। দীর্ঘ ক্যারিয়ারে কাজের সংখ্যা তেমন একটা বেশি না। এবার আট বছর পর ফিরছেন বড় পর্দায়, তা-ও নিজের পরিচালনায়। দুর্গাপূজায় মুক্তির প্রতীক্ষায় তার নতুন সিনেমা ‘শরতের জবা’।
প্রকাশিত হয়েছে ছবির টিজার। কুসুম বলেন, তিন দফায় গল্পটি মানুষের সামনে এসেছে এবং দারুণ সাড়া পেয়েছি। সেখান থেকেই ভাবনা আসে, গল্পটা পর্দায় আনার। শোবিজে কুসুম সিকদারের পথচলা ২০০২ সাল থেকে। তবে এই প্রথম হলেন পরিচালক। তা-ও আবার চলচ্চিত্রের। প্রসঙ্গটি তুলতেই কুসুম বললেন, ‘শুধু প্রথম পরিচালনাই নয়, চিত্রনাট্য, প্রযোজনাসহ অনেক কিছুই প্রথমবার করেছি। এমনকি সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন সবকিছুতেই নিজে যুক্ত হয়েছি।
সব মিলিয়ে ছবিটি আমার জন্য স্পেশাল। তাই এটাকে অভিজ্ঞতা বলব না, শরতের জবা একটা জার্নি।’
কুসুম সিকদার জানান, ‘শরতের জবা’ একা নারীর জীবনের গল্প। তবে ছবির বিষয়বস্তু আপাতত খোলাসা করতে চান না। ছবির সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন কুসুম নিজেই। তার সঙ্গে আরো আছেন ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, জিতু আহসান, বড়দা মিঠু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। কুসুম বলেন, আমার লেখা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সাত-আট বছর আগে, ডেইলি স্টারের ঈদ সংখ্যায়। পরে আমার প্রথম গ্রন্থ ‘অজাগতিক ছায়া’য় যুক্ত করি এটি। তাম্রলিপি প্রকাশনী থেকে বইটি দুইবার প্রকাশিত হয়েছিল। তো এই তিন দফায় গল্পটি মানুষের সামনে এসেছে এবং দারুণ সাড়া পেয়েছি। সেখান থেকেই ভাবনা আসে, গল্পটা পর্দায় আনার। প্রথমে ভেবেছি নাটক বা টেলিছবি করব। পরে ভাবলাম, পরিচালনা যেহেতু করব, বড় পরিসরেই করি। ছবির প্রধান দুই নারী চরিত্র জবা ও বেলী।’
রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪
অভিনেত্রী কুসুম সিকদার। দীর্ঘ ক্যারিয়ারে কাজের সংখ্যা তেমন একটা বেশি না। এবার আট বছর পর ফিরছেন বড় পর্দায়, তা-ও নিজের পরিচালনায়। দুর্গাপূজায় মুক্তির প্রতীক্ষায় তার নতুন সিনেমা ‘শরতের জবা’।
প্রকাশিত হয়েছে ছবির টিজার। কুসুম বলেন, তিন দফায় গল্পটি মানুষের সামনে এসেছে এবং দারুণ সাড়া পেয়েছি। সেখান থেকেই ভাবনা আসে, গল্পটা পর্দায় আনার। শোবিজে কুসুম সিকদারের পথচলা ২০০২ সাল থেকে। তবে এই প্রথম হলেন পরিচালক। তা-ও আবার চলচ্চিত্রের। প্রসঙ্গটি তুলতেই কুসুম বললেন, ‘শুধু প্রথম পরিচালনাই নয়, চিত্রনাট্য, প্রযোজনাসহ অনেক কিছুই প্রথমবার করেছি। এমনকি সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন সবকিছুতেই নিজে যুক্ত হয়েছি।
সব মিলিয়ে ছবিটি আমার জন্য স্পেশাল। তাই এটাকে অভিজ্ঞতা বলব না, শরতের জবা একটা জার্নি।’
কুসুম সিকদার জানান, ‘শরতের জবা’ একা নারীর জীবনের গল্প। তবে ছবির বিষয়বস্তু আপাতত খোলাসা করতে চান না। ছবির সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন কুসুম নিজেই। তার সঙ্গে আরো আছেন ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, জিতু আহসান, বড়দা মিঠু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। কুসুম বলেন, আমার লেখা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সাত-আট বছর আগে, ডেইলি স্টারের ঈদ সংখ্যায়। পরে আমার প্রথম গ্রন্থ ‘অজাগতিক ছায়া’য় যুক্ত করি এটি। তাম্রলিপি প্রকাশনী থেকে বইটি দুইবার প্রকাশিত হয়েছিল। তো এই তিন দফায় গল্পটি মানুষের সামনে এসেছে এবং দারুণ সাড়া পেয়েছি। সেখান থেকেই ভাবনা আসে, গল্পটা পর্দায় আনার। প্রথমে ভেবেছি নাটক বা টেলিছবি করব। পরে ভাবলাম, পরিচালনা যেহেতু করব, বড় পরিসরেই করি। ছবির প্রধান দুই নারী চরিত্র জবা ও বেলী।’