রোমান্টিক কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এক মিনিট’। সোহাইল রহমানের গল্পে এটি নির্মাণ করেছেন সোহাইল নিজেই। এটি তার নির্মিত প্রথম নাটক। তার সঙ্গে এখানে যৌথ নির্মাণে রয়েছেন আল হাদী। নাটকটিতে জুঁই চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান। অন্যদিকে তন্ময়, ফারহান এবং মইন চরিত্রে দেখা যাবে আবু হুরায়রা তানভীর, জুনায়েদ বোকদাদী এবং সৈয়দ নাজমুস সাকিবকে। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মীর রাব্বীকেও। আবু হুরায়রা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা একটু অন্যরকম। একদম লাইট কমেডি জনরার।
কাজটি করতে গিয়েও বেশ মজা পেয়েছি। রোমান্স, ফান, কমেডি সবকিছুর মিশ্রণ রয়েছে এতে। দর্শকদের ভালো লাগবে।’ নির্মাতা সোহাইল রহমান বলেন, ‘আমি মূলত নাটক লিখি। কিন্তু নির্মাণে প্রথম; এটা আমার নির্মিত প্রথম নাটক। সেই জায়গা থেকে চেষ্টা করেছি একটু ভিন্ন কিছু করার। গল্পটা রোমান্টিক কমেডি জনরা দিয়ে শুরু হয়ে শেষে একদম কমেডিতে চলে যায়। প্রতি মুহূর্তেই ফান রয়েছে। আশা করি সবার কাছে নাটকটি ভালো লাগবে।’
মোহাম্মদ কামরুজ্জামান প্রযোজিত ‘এক মিনিট’ নাটকটি দেখা যাচ্ছে কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪
রোমান্টিক কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এক মিনিট’। সোহাইল রহমানের গল্পে এটি নির্মাণ করেছেন সোহাইল নিজেই। এটি তার নির্মিত প্রথম নাটক। তার সঙ্গে এখানে যৌথ নির্মাণে রয়েছেন আল হাদী। নাটকটিতে জুঁই চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান। অন্যদিকে তন্ময়, ফারহান এবং মইন চরিত্রে দেখা যাবে আবু হুরায়রা তানভীর, জুনায়েদ বোকদাদী এবং সৈয়দ নাজমুস সাকিবকে। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মীর রাব্বীকেও। আবু হুরায়রা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা একটু অন্যরকম। একদম লাইট কমেডি জনরার।
কাজটি করতে গিয়েও বেশ মজা পেয়েছি। রোমান্স, ফান, কমেডি সবকিছুর মিশ্রণ রয়েছে এতে। দর্শকদের ভালো লাগবে।’ নির্মাতা সোহাইল রহমান বলেন, ‘আমি মূলত নাটক লিখি। কিন্তু নির্মাণে প্রথম; এটা আমার নির্মিত প্রথম নাটক। সেই জায়গা থেকে চেষ্টা করেছি একটু ভিন্ন কিছু করার। গল্পটা রোমান্টিক কমেডি জনরা দিয়ে শুরু হয়ে শেষে একদম কমেডিতে চলে যায়। প্রতি মুহূর্তেই ফান রয়েছে। আশা করি সবার কাছে নাটকটি ভালো লাগবে।’
মোহাম্মদ কামরুজ্জামান প্রযোজিত ‘এক মিনিট’ নাটকটি দেখা যাচ্ছে কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।