দিঠি আনোয়ার
গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার বেশকিছু দিন দেশের বাইরে ছিলেন। এরই মধ্যে মধ্যে তিনি দেশেও ফিরেছেন। দেশে ফিরে তিনি তার কাজে ব্যস্ত সময় পার করছেন। গতকালই বিটিভির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। পাশাপাশি তার বাবারই লেখা পাঁচটি নতুন মৌলিক গান প্রকাশ নিয়ে নানান ধরনের কাজে ব্যস্ত।
দিঠি জানান, আগামী ডিসেম্বরে অর্থাৎ বিজয়ের মাসে প্রথম তার বাবার লেখা একটি দেশাত্মবোধক গান প্রকাশ পাবে। গানটির সুর সঙ্গীত করেছেন অপু আমান। এরপর ভালোবাসা দিবসে তার বাবারই লেখো দিঠি ও অপু আমানের দ্বৈত গান প্রকাশ পাবে। অপু আমানের সুর করা আরো একটি গান প্রকাশ পাবে। অর্থাৎ দিঠির বাবার লেখা তিনটি গানের সুর সঙ্গীত করেছেন অপু আমান। আর বাকি দুটি গানের সুর সঙ্গীত করেছেন সজল দাস (সুবল দাসের ছেলে) ও মোমিন বিশ্বাস।
দিঠি বলেন, ‘আব্বুর গানগুলো নিয়ে আসলে অনেক বড় পরিকল্পনা আমাদের। আব্বুর নামে একটি ইউটিউব চ্যানেলে হবে। সেখানেই গানগুলো প্রকাশ পাবে। বিজয়ের মাসে যে গানটি প্রকাশ পাবে, শিগগিরই সেই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করা হবে। আশা করছি মিউজিক ভিডিওটি ভালো হবে। গানটির পুরো কাজ শেষ। আমি দেশের গানটি নিয়েও আশাবাদী।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
দিঠি আনোয়ার
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার বেশকিছু দিন দেশের বাইরে ছিলেন। এরই মধ্যে মধ্যে তিনি দেশেও ফিরেছেন। দেশে ফিরে তিনি তার কাজে ব্যস্ত সময় পার করছেন। গতকালই বিটিভির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। পাশাপাশি তার বাবারই লেখা পাঁচটি নতুন মৌলিক গান প্রকাশ নিয়ে নানান ধরনের কাজে ব্যস্ত।
দিঠি জানান, আগামী ডিসেম্বরে অর্থাৎ বিজয়ের মাসে প্রথম তার বাবার লেখা একটি দেশাত্মবোধক গান প্রকাশ পাবে। গানটির সুর সঙ্গীত করেছেন অপু আমান। এরপর ভালোবাসা দিবসে তার বাবারই লেখো দিঠি ও অপু আমানের দ্বৈত গান প্রকাশ পাবে। অপু আমানের সুর করা আরো একটি গান প্রকাশ পাবে। অর্থাৎ দিঠির বাবার লেখা তিনটি গানের সুর সঙ্গীত করেছেন অপু আমান। আর বাকি দুটি গানের সুর সঙ্গীত করেছেন সজল দাস (সুবল দাসের ছেলে) ও মোমিন বিশ্বাস।
দিঠি বলেন, ‘আব্বুর গানগুলো নিয়ে আসলে অনেক বড় পরিকল্পনা আমাদের। আব্বুর নামে একটি ইউটিউব চ্যানেলে হবে। সেখানেই গানগুলো প্রকাশ পাবে। বিজয়ের মাসে যে গানটি প্রকাশ পাবে, শিগগিরই সেই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করা হবে। আশা করছি মিউজিক ভিডিওটি ভালো হবে। গানটির পুরো কাজ শেষ। আমি দেশের গানটি নিয়েও আশাবাদী।’