আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত এই ধারাবাহিকের শেষপ্রান্তে এসে যুক্ত হলেন এই প্রজন্মের অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। এছাড়া এই নাটকের প্রচারের শুরু থেকেই ছিলেন অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলামসহ অনেকে।
এরই মধ্যে রাজধানীর উত্তরায় একটি শূটিং হাউজে এই শিল্পীদের নিয়েই শুটিং করছিলেন সঞ্জিত সরকার। উল্লেখিত চারজন শিল্পীর সঙ্গে নাটকটির একেবারে শেষপ্রান্তে এসে যুক্ত হয়েছেন তানভীর। গুণী শিল্পীদের সঙ্গে কাজ করে তানভীর বেশ উচ্ছ্বসিত বলে জানান তিনি।
পরিচালক সঞ্জিত সরকার বলেন, ‘তানভীর এবারই প্রথম আমার নির্দেশনায় কোনো নাটকে কাজ করেছে। এতোদিন আমাদের নানান কারণে সমন্বয় হয়নি বলে কাজ করা হয়ে উঠেনি। তার অভিনয়ে আমি সন্তুষ্ট। নীরব নামক চরিত্রে তানভীর বেশ ভালো অভিনয় করেছে। আশা করছি তার পর্বগুলো প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
তানভীর বলেন, ‘সঞ্জিত দাদার নির্দেশনায় কাজ করার ইচ্ছে ছিলো, কাজ করে খুউব ভালোলাগলো। কৃতজ্ঞতা দাদার প্রতি। আগামীতে আশা করছি একসঙ্গে আরো কাজ হবে।’ নাবিলা ইসলাম বলেন, ‘এই ধারাবাহিকে কুসুম চরিত্রে অভিনয় করে আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। নাটকটির প্রথম পর্ব থেকেই আমি সম্পৃক্ত। সঞ্জিত দাদার ইউনিটে কাজ করতে খুব ভালো লাগে’।
সঞ্জিত সরকার জানান, প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায় আরটিভিতে নাটকটি প্রচার হয়। আজ নাটকটির ৫২৯তম পর্ব প্রচার হবে।
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত এই ধারাবাহিকের শেষপ্রান্তে এসে যুক্ত হলেন এই প্রজন্মের অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। এছাড়া এই নাটকের প্রচারের শুরু থেকেই ছিলেন অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলামসহ অনেকে।
এরই মধ্যে রাজধানীর উত্তরায় একটি শূটিং হাউজে এই শিল্পীদের নিয়েই শুটিং করছিলেন সঞ্জিত সরকার। উল্লেখিত চারজন শিল্পীর সঙ্গে নাটকটির একেবারে শেষপ্রান্তে এসে যুক্ত হয়েছেন তানভীর। গুণী শিল্পীদের সঙ্গে কাজ করে তানভীর বেশ উচ্ছ্বসিত বলে জানান তিনি।
পরিচালক সঞ্জিত সরকার বলেন, ‘তানভীর এবারই প্রথম আমার নির্দেশনায় কোনো নাটকে কাজ করেছে। এতোদিন আমাদের নানান কারণে সমন্বয় হয়নি বলে কাজ করা হয়ে উঠেনি। তার অভিনয়ে আমি সন্তুষ্ট। নীরব নামক চরিত্রে তানভীর বেশ ভালো অভিনয় করেছে। আশা করছি তার পর্বগুলো প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
তানভীর বলেন, ‘সঞ্জিত দাদার নির্দেশনায় কাজ করার ইচ্ছে ছিলো, কাজ করে খুউব ভালোলাগলো। কৃতজ্ঞতা দাদার প্রতি। আগামীতে আশা করছি একসঙ্গে আরো কাজ হবে।’ নাবিলা ইসলাম বলেন, ‘এই ধারাবাহিকে কুসুম চরিত্রে অভিনয় করে আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। নাটকটির প্রথম পর্ব থেকেই আমি সম্পৃক্ত। সঞ্জিত দাদার ইউনিটে কাজ করতে খুব ভালো লাগে’।
সঞ্জিত সরকার জানান, প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায় আরটিভিতে নাটকটি প্রচার হয়। আজ নাটকটির ৫২৯তম পর্ব প্রচার হবে।