নাট্যাঙ্গনের পরিচিত দুই মুখ ইউসুফ রাসেল ও তাশদিক নমিরা আহমেদ। ব্যক্তিগত কারণে ইউসুফ রাসেল দুই বছর ও নমিরা চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতির পর তারা দু’জন আবারো অভিনয় অঙ্গনে ব্যস্ত হয়ে উঠেছেন। সম্প্রতি তারা দু’জন আবারো একসঙ্গে অভিনয় করছেন একটি ধারাবাহিক নাটকে । নাটকের নাম ‘স্মৃতির আল্পনা আঁকি’। এটির পরিচালনায় মুরাদ পারভেজ। মাসুদুল হাসানের নাট্যরূপ ও সংলাপে এই নাটকটি এটিএন বাংলায় প্রচার চলছে।
নমিরা জানান এই ধারাবাহিকে তিনি সীমানা চরিত্রে অভিনয় করছেন আট শত পর্ব থেকে। তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইউসুফ রাসেল। এর আগে মুরাদ পারভেজ’র পরিচালনায় তারা দু’জন ধারাবাহিক নাটক ‘রেডিও জকি’তে অভিনয় করেছিলেন তারা। তাশদিক নমিরা আহমেদ বলেন,‘ বলা যায় মুরাদ পারভেজ আমার পুরোনো ভাই বন্ধু। তারসঙ্গে আমার কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে ভালোলাগে।
তার নির্দেশনায় এর আগে রেডিও জকি, তৃতীয় পুরুষ’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। কিছুদিন আগেও একটি নতুন নাটকে অভিনয় করা হলো। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। তো আমাদের পরিকল্পনা আছে আগামীতে আরো বেশকিছু কাজ একসঙ্গে করার। স্মৃতির আল্পনা আঁকিতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি ভীষণ উপভোগ করছি।’
ইউসুফ রাসেল বলেন,‘ মুরাদ ভাইয়ের অনুপ্রেরণাতেই আবারো অভিনয়ে ফেরা। আসলে দুই বছর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে ছিলাম। তবে মঞ্চে ও বিজ্ঞাপনে আমি নিয়মিত ছিলাম। যেহেতু আবারো টিভি নাটকে কাজ শুরু করেছি, আশা করছি এখন থেকে নিয়মিত অভিনয় করবো। এই অঙ্গনের সকলের সহযোগিতা কামনা করছি।’
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
নাট্যাঙ্গনের পরিচিত দুই মুখ ইউসুফ রাসেল ও তাশদিক নমিরা আহমেদ। ব্যক্তিগত কারণে ইউসুফ রাসেল দুই বছর ও নমিরা চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতির পর তারা দু’জন আবারো অভিনয় অঙ্গনে ব্যস্ত হয়ে উঠেছেন। সম্প্রতি তারা দু’জন আবারো একসঙ্গে অভিনয় করছেন একটি ধারাবাহিক নাটকে । নাটকের নাম ‘স্মৃতির আল্পনা আঁকি’। এটির পরিচালনায় মুরাদ পারভেজ। মাসুদুল হাসানের নাট্যরূপ ও সংলাপে এই নাটকটি এটিএন বাংলায় প্রচার চলছে।
নমিরা জানান এই ধারাবাহিকে তিনি সীমানা চরিত্রে অভিনয় করছেন আট শত পর্ব থেকে। তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইউসুফ রাসেল। এর আগে মুরাদ পারভেজ’র পরিচালনায় তারা দু’জন ধারাবাহিক নাটক ‘রেডিও জকি’তে অভিনয় করেছিলেন তারা। তাশদিক নমিরা আহমেদ বলেন,‘ বলা যায় মুরাদ পারভেজ আমার পুরোনো ভাই বন্ধু। তারসঙ্গে আমার কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে ভালোলাগে।
তার নির্দেশনায় এর আগে রেডিও জকি, তৃতীয় পুরুষ’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। কিছুদিন আগেও একটি নতুন নাটকে অভিনয় করা হলো। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। তো আমাদের পরিকল্পনা আছে আগামীতে আরো বেশকিছু কাজ একসঙ্গে করার। স্মৃতির আল্পনা আঁকিতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি ভীষণ উপভোগ করছি।’
ইউসুফ রাসেল বলেন,‘ মুরাদ ভাইয়ের অনুপ্রেরণাতেই আবারো অভিনয়ে ফেরা। আসলে দুই বছর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে ছিলাম। তবে মঞ্চে ও বিজ্ঞাপনে আমি নিয়মিত ছিলাম। যেহেতু আবারো টিভি নাটকে কাজ শুরু করেছি, আশা করছি এখন থেকে নিয়মিত অভিনয় করবো। এই অঙ্গনের সকলের সহযোগিতা কামনা করছি।’