এই প্রজন্মের অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ ধারাবাহিক নাটক এবং খণ্ড নাটকে নিয়মিত অভিনয় করেন। এরই মধ্যে তার অভিনীত নতুন নতুন ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারও শুরু হয়েছে। তবে গত সপ্তাহে স্বর্ণলতা আরও একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘ইউএসবি’ (ইউনাইটেড স্টেট অব বরিশাল)। মূলত পুরান ঢাকার একটি গল্পের নাটক এটি। নাটকটির গল্প রচনা করেছেন মাইদুল রাকিব। তিনিই এই নাটকটি নির্মাণ করছেন। নাটকে স্বর্ণলতা অভিনয় করছেন ঝরনা চরিত্রে।
তার বিপরীতে আছেন পাভেল ইসলাম। এদিকে ‘ইউএসবি’ নামক নতুন এই ধারাবাহিকে কয়েকদিন শুটিং করে এরই মধ্যে তিনি ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন। জানালেন আগামী ২১ নভেম্বর তিনি দেশে ফিরবেন। স্বর্ণলতা বলেন, ‘মাইদুল রাকিবের নির্দেশনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। বলা যায় তার নির্দেশনায় যতগুলো নাটকে অভিনয় করেছি সবগুলোতে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছি। যে কারণে তার নাটকে ভীষণ আগ্রহ নিয়ে কাজ করি।
ইউনিটটা যেহেতু একেবারেই নিজেদের মতো। তাই কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তাছাড়া তার গল্প বলার ধরনটাও আমার কাছে ভালো লাগে। যথেষ্ট মনোযোগ দিয়ে তিনি কাজ করেন। তবে আমি নতুন এই ধারাবাহিকটি নিয়ে আশাবাদী।’ নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘স্বর্লণতা খুবই ভালো একজন অভিনেত্রী। যেটা পর্যবেক্ষণ করেছি যে তিনি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেন। নির্মাতা হিসেবে তাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
আর একজন মানুষ হিসেবেও তিনি খুব ভালো, নম্র ভদ্র বলা যায় তার সঙ্গে সম্পর্কটা পারিবারিক। ঝরনা চরিত্রে পারফেক্ট অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমিও আমার রচিত ও নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে আশাবাদী।’ এর আগে স্বর্ণলতা দেবনাথ মাইদুল রাকিবের পরিচালনায় ‘গার্লস স্কোয়াড’ সিজন-১.২.৩-তে অভিনয় করেছেন।
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
এই প্রজন্মের অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ ধারাবাহিক নাটক এবং খণ্ড নাটকে নিয়মিত অভিনয় করেন। এরই মধ্যে তার অভিনীত নতুন নতুন ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারও শুরু হয়েছে। তবে গত সপ্তাহে স্বর্ণলতা আরও একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘ইউএসবি’ (ইউনাইটেড স্টেট অব বরিশাল)। মূলত পুরান ঢাকার একটি গল্পের নাটক এটি। নাটকটির গল্প রচনা করেছেন মাইদুল রাকিব। তিনিই এই নাটকটি নির্মাণ করছেন। নাটকে স্বর্ণলতা অভিনয় করছেন ঝরনা চরিত্রে।
তার বিপরীতে আছেন পাভেল ইসলাম। এদিকে ‘ইউএসবি’ নামক নতুন এই ধারাবাহিকে কয়েকদিন শুটিং করে এরই মধ্যে তিনি ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন। জানালেন আগামী ২১ নভেম্বর তিনি দেশে ফিরবেন। স্বর্ণলতা বলেন, ‘মাইদুল রাকিবের নির্দেশনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। বলা যায় তার নির্দেশনায় যতগুলো নাটকে অভিনয় করেছি সবগুলোতে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছি। যে কারণে তার নাটকে ভীষণ আগ্রহ নিয়ে কাজ করি।
ইউনিটটা যেহেতু একেবারেই নিজেদের মতো। তাই কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তাছাড়া তার গল্প বলার ধরনটাও আমার কাছে ভালো লাগে। যথেষ্ট মনোযোগ দিয়ে তিনি কাজ করেন। তবে আমি নতুন এই ধারাবাহিকটি নিয়ে আশাবাদী।’ নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘স্বর্লণতা খুবই ভালো একজন অভিনেত্রী। যেটা পর্যবেক্ষণ করেছি যে তিনি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেন। নির্মাতা হিসেবে তাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
আর একজন মানুষ হিসেবেও তিনি খুব ভালো, নম্র ভদ্র বলা যায় তার সঙ্গে সম্পর্কটা পারিবারিক। ঝরনা চরিত্রে পারফেক্ট অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমিও আমার রচিত ও নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে আশাবাদী।’ এর আগে স্বর্ণলতা দেবনাথ মাইদুল রাকিবের পরিচালনায় ‘গার্লস স্কোয়াড’ সিজন-১.২.৩-তে অভিনয় করেছেন।