চলতি বছরের মে মাসে ইউটিউবে প্রকাশিত হয় ‘বেক্কল বউ’ শিরোনামের নাটক। নাটকটির গল্প রচনা, চিত্রনাট্য ও পরিচালনা আদিবাসী মিজানের। এরপর ‘বেক্কল বউ’ সিরিজের যতোগুলো নাটক প্রকাশিত হয়েছে সবগুলো নাটকের গল্প রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। ‘বেক্কল বউ’ সিরিজের নাটক দিয়েই প্রথমবার আদিবাসী মিজানের পরিচালনায় কাজ করা। এই নাটকে তন্ময় সোহেলর বিপরীতে ছিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি। সিরিজগুলোতে আরো আছেন গুনী অভিনেত্রী শামীমা নাজনীন।
এরইমধ্যে ‘বেক্কল বউ ২’,‘ বেক্কল বউ ৩’ ইউটিউবে প্রকাশিত হয়। আগামী সোমবার ‘বেক্কল বউ ৪’ প্রকাশ পাবে। তন্ময় সোহেল বলেন,‘ সত্যি বলতে কী আদিবাসী মিজান ভাইয়ের গল্পে কাজ করবো এটা কখনো ভাবিনি, তবে তার রচনায় পরিচালনায় কাজ করার সুযোগ হলো মানসী প্রকৃতির কল্যাণেই। বেক্কল বউ নাটকের প্রতিটি পর্বে আমাদের তিনজনের যে ক্যামেস্ট্রি , তা ছিলো খুবই চমৎকার। নাটকগুলো অন এয়ারে যাবার পর যখন অভূতপূর্ব সাড়া পেতে শুরু করলাম তখন আমাদের নিয়ে মিজান ভাই আরো কাজ করার প্রবল আগ্রহ পেলেন।’
মানসী প্রকৃতি বলেন,‘ বেক্কল সিরিজের নাটকে দর্শক আমাকে যে চরিত্রে অভিনয়ে দেখেছেন তার পুরো কৃতিত্ব পরিচালকের। কারণ আমাকে দিয়ে কমেডি চরিত্রে অভিনয় করানোর পুরোটা ক্রেডিটই তার। আর শ্রদ্ধেয় শামীমা নাজনীন আপার সঙ্গে শুটিং-এর বাইরে আমার দেখাই হয়না। বন্ধু তন্ময় সোহেলও দারুণ সহযোগিতা পরায়ণ। ’
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
চলতি বছরের মে মাসে ইউটিউবে প্রকাশিত হয় ‘বেক্কল বউ’ শিরোনামের নাটক। নাটকটির গল্প রচনা, চিত্রনাট্য ও পরিচালনা আদিবাসী মিজানের। এরপর ‘বেক্কল বউ’ সিরিজের যতোগুলো নাটক প্রকাশিত হয়েছে সবগুলো নাটকের গল্প রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। ‘বেক্কল বউ’ সিরিজের নাটক দিয়েই প্রথমবার আদিবাসী মিজানের পরিচালনায় কাজ করা। এই নাটকে তন্ময় সোহেলর বিপরীতে ছিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি। সিরিজগুলোতে আরো আছেন গুনী অভিনেত্রী শামীমা নাজনীন।
এরইমধ্যে ‘বেক্কল বউ ২’,‘ বেক্কল বউ ৩’ ইউটিউবে প্রকাশিত হয়। আগামী সোমবার ‘বেক্কল বউ ৪’ প্রকাশ পাবে। তন্ময় সোহেল বলেন,‘ সত্যি বলতে কী আদিবাসী মিজান ভাইয়ের গল্পে কাজ করবো এটা কখনো ভাবিনি, তবে তার রচনায় পরিচালনায় কাজ করার সুযোগ হলো মানসী প্রকৃতির কল্যাণেই। বেক্কল বউ নাটকের প্রতিটি পর্বে আমাদের তিনজনের যে ক্যামেস্ট্রি , তা ছিলো খুবই চমৎকার। নাটকগুলো অন এয়ারে যাবার পর যখন অভূতপূর্ব সাড়া পেতে শুরু করলাম তখন আমাদের নিয়ে মিজান ভাই আরো কাজ করার প্রবল আগ্রহ পেলেন।’
মানসী প্রকৃতি বলেন,‘ বেক্কল সিরিজের নাটকে দর্শক আমাকে যে চরিত্রে অভিনয়ে দেখেছেন তার পুরো কৃতিত্ব পরিচালকের। কারণ আমাকে দিয়ে কমেডি চরিত্রে অভিনয় করানোর পুরোটা ক্রেডিটই তার। আর শ্রদ্ধেয় শামীমা নাজনীন আপার সঙ্গে শুটিং-এর বাইরে আমার দেখাই হয়না। বন্ধু তন্ময় সোহেলও দারুণ সহযোগিতা পরায়ণ। ’