গায়িকা সানিয়া সুলতানা লিজা বেশ কিছুদিন বিরতির পর আবারও একটু একটু করে স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠছেন। তবে অনেকদিন তার নতুন কোনো মৌলিক গান প্রকাশ হচ্ছিল না বলে জানান তিনি। এবার নিজের চ্যানেলের বাইরেই নতুন একটি মৌলিক গান প্রকাশ হলো লিজার। গানের শিরোনাম ‘খুব প্রিয় আমার’।
গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন ফিদেল নাঈম। মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন রেজওয়ান শেখ। স্টুডিও ভার্সনে গানটির মিউজিক ভিডিও করেছেন মো. এখলাস। গানটি ২৩ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘গানের প্রথম দুটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
শ্রোতা-দর্শকের জন্য প্রথম দুটি লাইন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। আর প্রথম দুটি লাইন হচ্ছেÑ খুব প্রিয় আমার ওই দুচোখ তোমার, ওই চোখে চেয়ে স্বপ্ন গেছি পেয়েÑ গানটি যখনই প্রথম শুনেছি তখন থেকেই আমি দুটি লাইন গুনগুন করে গাইতাম। ধন্যবাদ গীতিকার শেখ নজরুল ভাইসহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি।
গানের বাণী ও সুরের সমন্বয়ে একটা অন্যরকম গান হয়েছে। এরই মধ্যে কেউ কেউ গানটি শুনেছেন, গানটিকে ঘিরে তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। সত্যি বলতে কী আমি আগামীতে এমন কিছু গান আরও করে যেতে চাই যে গানগুলোই হয়তো শ্রোতা-দর্শকের মাঝে আমাকে বাচিয়ে রাখবে।
জীবনেতো আসলে গান ছাড়া আর অন্যকিছু নিয়ে ভাবার অবকাশ নেই। গানইতো জীবন জুড়ে। তাই সব ভাবনা গানকে ঘিরেই।’ এদিকে গেল ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিনে লিজা রুনা লায়লারই গাওয়া ‘শেষ করোনা শুরুতে খেলা’ গানটি কাভার করে রুনা লায়লার প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন।
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
গায়িকা সানিয়া সুলতানা লিজা বেশ কিছুদিন বিরতির পর আবারও একটু একটু করে স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠছেন। তবে অনেকদিন তার নতুন কোনো মৌলিক গান প্রকাশ হচ্ছিল না বলে জানান তিনি। এবার নিজের চ্যানেলের বাইরেই নতুন একটি মৌলিক গান প্রকাশ হলো লিজার। গানের শিরোনাম ‘খুব প্রিয় আমার’।
গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন ফিদেল নাঈম। মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন রেজওয়ান শেখ। স্টুডিও ভার্সনে গানটির মিউজিক ভিডিও করেছেন মো. এখলাস। গানটি ২৩ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘গানের প্রথম দুটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
শ্রোতা-দর্শকের জন্য প্রথম দুটি লাইন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। আর প্রথম দুটি লাইন হচ্ছেÑ খুব প্রিয় আমার ওই দুচোখ তোমার, ওই চোখে চেয়ে স্বপ্ন গেছি পেয়েÑ গানটি যখনই প্রথম শুনেছি তখন থেকেই আমি দুটি লাইন গুনগুন করে গাইতাম। ধন্যবাদ গীতিকার শেখ নজরুল ভাইসহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি।
গানের বাণী ও সুরের সমন্বয়ে একটা অন্যরকম গান হয়েছে। এরই মধ্যে কেউ কেউ গানটি শুনেছেন, গানটিকে ঘিরে তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। সত্যি বলতে কী আমি আগামীতে এমন কিছু গান আরও করে যেতে চাই যে গানগুলোই হয়তো শ্রোতা-দর্শকের মাঝে আমাকে বাচিয়ে রাখবে।
জীবনেতো আসলে গান ছাড়া আর অন্যকিছু নিয়ে ভাবার অবকাশ নেই। গানইতো জীবন জুড়ে। তাই সব ভাবনা গানকে ঘিরেই।’ এদিকে গেল ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিনে লিজা রুনা লায়লারই গাওয়া ‘শেষ করোনা শুরুতে খেলা’ গানটি কাভার করে রুনা লায়লার প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন।