একই সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন বাংলাদেশের চলচ্চিত্রের ও নাট্যাঙ্গনের চার অভিনয়শিল্পী। তারা হলেন চলচ্চিত্র নায়ক আলীরাজ, টিভি নাটক ও মঞ্চের অভিনেতা, নির্দেশক আজাদ আবুল কালাম, মঞ্চ-টিভি ও নাটকের অভিনেতা সমু চৌধুরী ও মঞ্চ-টিভি নাটকের অভিনেত্রী মোমেনা চৌধুরী। জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমায় তাদের দেখা যাবে।
তারা চারজন এরই মধ্যে শুটিংয়ে অংশগ্রহণ করেছেন। সিনেমাটিতে আলীরাজ অভিনয় করেছেন একজন খল নায়কের ভূমিকায়। সমু চৌধুরী অভিনয় করেছেন একজন এসপির চরিত্রে, আজাদ আবুল কালাম অভিনয় করেছেন একজন লাইব্রেরিয়ানের চরিত্রে। মোমেনা চৌধুরী অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলীর মায়ের চরিত্রে।
মোমেনা চৌধুরী বলেন, ‘পিনিক সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। বুবলীর সঙ্গে এবারই প্রথম কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করা। খুব সহযোগিতা পরায়ণ এবং ভীষণ আন্তরিক। শটের বাইরেও তার আচার আচরণ মুগ্ধ হওয়ার মতো। একটুও অহংকার নেই তার মাঝে। খুব ভালো লেগেছে তার সঙ্গে কাজ করে। পুরো ইউনিটটাই আসলে দারুণ। আশাবাদী পিনিক সিনেমাটি নিয়ে।’ আলীরাজ বলেন, ‘এই সিনেমায় এক কথায় আমি ভিলেনের চরিত্রে অভিনয় করেছি।
আমার প্রধান সহশিল্পী আদর আজাদ। বুবলীর সঙ্গে কোনো দৃশ্য নেই। জাহিদ জুয়েলের পুরো টিমটাই আসলে এক কথায় চমৎকার। তারা সবাই মিলে নতুন কিছু করতে চায়, ভালো কিছু করার চেষ্টা করেছে। অনেক অনেক শুভ কামনা রইলো পিনিকের জন্য।’
সমু চৌধুরী বলেন, ‘নির্মাতার শিল্পীদের সঙ্গে ভীষণ আন্তরিক হয়ে কাজ আদায় করে নেয়ার চেষ্টা এবং সর্বোপরি সিনেমাটি শতভাগ পেশাদারিত্ব নিয়েই শেষ করার চেষ্টকে আমি সাধুবাদ জানাই। আমার কাছে গল্প, গল্পানুযায়ী লোকেশন, সবমিলিয়েই আমার কাছে খুব ভালো লেগেছে। পিনিক নিয়ে ভীষণ প্রত্যাশা আমার।’
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
একই সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন বাংলাদেশের চলচ্চিত্রের ও নাট্যাঙ্গনের চার অভিনয়শিল্পী। তারা হলেন চলচ্চিত্র নায়ক আলীরাজ, টিভি নাটক ও মঞ্চের অভিনেতা, নির্দেশক আজাদ আবুল কালাম, মঞ্চ-টিভি ও নাটকের অভিনেতা সমু চৌধুরী ও মঞ্চ-টিভি নাটকের অভিনেত্রী মোমেনা চৌধুরী। জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমায় তাদের দেখা যাবে।
তারা চারজন এরই মধ্যে শুটিংয়ে অংশগ্রহণ করেছেন। সিনেমাটিতে আলীরাজ অভিনয় করেছেন একজন খল নায়কের ভূমিকায়। সমু চৌধুরী অভিনয় করেছেন একজন এসপির চরিত্রে, আজাদ আবুল কালাম অভিনয় করেছেন একজন লাইব্রেরিয়ানের চরিত্রে। মোমেনা চৌধুরী অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলীর মায়ের চরিত্রে।
মোমেনা চৌধুরী বলেন, ‘পিনিক সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। বুবলীর সঙ্গে এবারই প্রথম কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করা। খুব সহযোগিতা পরায়ণ এবং ভীষণ আন্তরিক। শটের বাইরেও তার আচার আচরণ মুগ্ধ হওয়ার মতো। একটুও অহংকার নেই তার মাঝে। খুব ভালো লেগেছে তার সঙ্গে কাজ করে। পুরো ইউনিটটাই আসলে দারুণ। আশাবাদী পিনিক সিনেমাটি নিয়ে।’ আলীরাজ বলেন, ‘এই সিনেমায় এক কথায় আমি ভিলেনের চরিত্রে অভিনয় করেছি।
আমার প্রধান সহশিল্পী আদর আজাদ। বুবলীর সঙ্গে কোনো দৃশ্য নেই। জাহিদ জুয়েলের পুরো টিমটাই আসলে এক কথায় চমৎকার। তারা সবাই মিলে নতুন কিছু করতে চায়, ভালো কিছু করার চেষ্টা করেছে। অনেক অনেক শুভ কামনা রইলো পিনিকের জন্য।’
সমু চৌধুরী বলেন, ‘নির্মাতার শিল্পীদের সঙ্গে ভীষণ আন্তরিক হয়ে কাজ আদায় করে নেয়ার চেষ্টা এবং সর্বোপরি সিনেমাটি শতভাগ পেশাদারিত্ব নিয়েই শেষ করার চেষ্টকে আমি সাধুবাদ জানাই। আমার কাছে গল্প, গল্পানুযায়ী লোকেশন, সবমিলিয়েই আমার কাছে খুব ভালো লেগেছে। পিনিক নিয়ে ভীষণ প্রত্যাশা আমার।’