তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি
চলতি সময়ের দুই কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি। গত বছর তাদের কণ্ঠে ‘গা ছুঁয়ে বলো’ গানটি প্রকাশ পায়। সিনেমার গানের পর এবার তারা একটি গানচিত্র নিয়ে আসছেন। গানের শিরোনাম ‘প্রেমের টানে’। গানটির কথা ও সুর করেছেন তানজিব সারোয়ার। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গানচিত্রে মডেল হয়েছেন তানজিব সারোয়ার ও মারিয়া হোসেন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। নাটাই মিউজিক থেকে শিগগির এটি প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, ‘গা ছুঁয়ে বলো’ গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে আমরা বেশ প্রশংসা পেয়েছি।
তাই শ্রোতাদের জন্য আমাদের নতুন গান। কথা ও সুরের বাইরে এটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। আমি আশা করছি আগের মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।’ নাটাই মিউজিক কর্ণাধার শরিফ উদ্দিন জানান, তাদের চ্যানেলের মিলন ও পূজার ‘কি করে বোঝাই’,
আসিফের ‘ছলনা’ ও সুমি শবনমের ‘তোর ডানে বামে’ গানগুলো দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
চলতি সময়ের দুই কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার ও অবন্তী সিঁথি। গত বছর তাদের কণ্ঠে ‘গা ছুঁয়ে বলো’ গানটি প্রকাশ পায়। সিনেমার গানের পর এবার তারা একটি গানচিত্র নিয়ে আসছেন। গানের শিরোনাম ‘প্রেমের টানে’। গানটির কথা ও সুর করেছেন তানজিব সারোয়ার। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গানচিত্রে মডেল হয়েছেন তানজিব সারোয়ার ও মারিয়া হোসেন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। নাটাই মিউজিক থেকে শিগগির এটি প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, ‘গা ছুঁয়ে বলো’ গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে আমরা বেশ প্রশংসা পেয়েছি।
তাই শ্রোতাদের জন্য আমাদের নতুন গান। কথা ও সুরের বাইরে এটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন। আমি আশা করছি আগের মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।’ নাটাই মিউজিক কর্ণাধার শরিফ উদ্দিন জানান, তাদের চ্যানেলের মিলন ও পূজার ‘কি করে বোঝাই’,
আসিফের ‘ছলনা’ ও সুমি শবনমের ‘তোর ডানে বামে’ গানগুলো দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।