ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নব্বইয়ের দশকে টিভি নাটকে অন্যতম কাঙ্খিত অভিনেতা ছিলেন তিনি। নাটক থেকে চলচ্চিত্রেও নিজের অধিপত্য দেখিয়েছেন সমানতালে। তবে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না এই প্রভাবশালী অভিনেতাকে।
নাটকে এখন অনিয়মিতই বলা যায়। কালেভদ্রে শোনা যায় তার নতুন নাটকে অভিনয়ের কথা। তবে সম্প্রতি ওটিটির দিকেই মনোযোগ দিয়েছেন বলে জানান তিনি। ওটিটিতে কাজের প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমকে জাহিদ হাসান বলেন, ‘বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়।
সময় নিয়ে এসব কাজ করার কারণে মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই ওটিটি মাধ্যমে কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন তো টিভি নাটক আর করছি না। পরিবেশটাও আমার চাওয়ার মতো নাই। ওটিটিতে তাই মনোযোগী হচ্ছি। এখানে নিয়মিত থাকার চেষ্টা করব।’ কিছুদিন আগেই নতুন কাজে যুক্ত হওয়ার খবর দিয়েছিলেন এ অভিনেতা। তবে সেগুলোর কোনো অগ্রগতি নেই।
সে সময় জাহিদ হাসান জানিয়েছিলেন, টিভি নাটকে নয়, তিনি এখন মনোযোগী অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মিত কাজে। তাই নতুন তিনটি ওয়েবের কাজেও যুক্ত হয়েছেন। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম। এ প্রসঙ্গে তিনি তখন বলেছিলেন,
“কাজগুলো নিয়ে এরই মধ্যে পরিচালকদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফীর দুটি এবং তানিম নূরের একটি কাজ। তবে ‘পালাবি কোথায়’ নামে একটি কাজ করছি আর বাকি দুটির নাম জানাতে পারছি না। সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগ্গির শুটিং শুরু করব।”
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নব্বইয়ের দশকে টিভি নাটকে অন্যতম কাঙ্খিত অভিনেতা ছিলেন তিনি। নাটক থেকে চলচ্চিত্রেও নিজের অধিপত্য দেখিয়েছেন সমানতালে। তবে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না এই প্রভাবশালী অভিনেতাকে।
নাটকে এখন অনিয়মিতই বলা যায়। কালেভদ্রে শোনা যায় তার নতুন নাটকে অভিনয়ের কথা। তবে সম্প্রতি ওটিটির দিকেই মনোযোগ দিয়েছেন বলে জানান তিনি। ওটিটিতে কাজের প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমকে জাহিদ হাসান বলেন, ‘বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়।
সময় নিয়ে এসব কাজ করার কারণে মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই ওটিটি মাধ্যমে কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন তো টিভি নাটক আর করছি না। পরিবেশটাও আমার চাওয়ার মতো নাই। ওটিটিতে তাই মনোযোগী হচ্ছি। এখানে নিয়মিত থাকার চেষ্টা করব।’ কিছুদিন আগেই নতুন কাজে যুক্ত হওয়ার খবর দিয়েছিলেন এ অভিনেতা। তবে সেগুলোর কোনো অগ্রগতি নেই।
সে সময় জাহিদ হাসান জানিয়েছিলেন, টিভি নাটকে নয়, তিনি এখন মনোযোগী অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মিত কাজে। তাই নতুন তিনটি ওয়েবের কাজেও যুক্ত হয়েছেন। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম। এ প্রসঙ্গে তিনি তখন বলেছিলেন,
“কাজগুলো নিয়ে এরই মধ্যে পরিচালকদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফীর দুটি এবং তানিম নূরের একটি কাজ। তবে ‘পালাবি কোথায়’ নামে একটি কাজ করছি আর বাকি দুটির নাম জানাতে পারছি না। সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগ্গির শুটিং শুরু করব।”