‘উইঙ্কল টুইঙ্কল’ নামে নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন ব্রাত্য বসু। এবার সেই নাটককে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। বছর দেড়েক আগেই সামনে এসেছিল এ ছবি নির্মাণের আলোচনাটি। অবশেষে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন।
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার বহুল প্রশংসিত নাটকটি বড় পর্দায় আসতে চলেছে। ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এনে ঘোষণাটি দিলো প্রযোজনা সংস্থা। পোস্টারে দেখা মিলেছে ভাঙা লেনিনের মূর্তির। তার সামনে বসে রয়েছেন সৃজিতের দুই নায়ক। তাদের মুখ অবশ্য প্রকাশ্যে আনা হয়নি।
পোস্টারে রয়েছে বামেদের প্রতীক, কাস্তে-হাতুড়ি-তারাও। টলিপাড়ায় জল্পনা সৃজিতের এই ছবিতে লিড রোলে অভিনয় করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। সেটাও আবার বাবা ছেলের ভূমিকায়! মঞ্চে উইঙ্কল টুইঙ্কল-এ ‘সব্যসাচী’র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবশঙ্কর হালদারকে। এই চরিত্রটি করবেন ঋত্বিক। অন্যদিকে সব্যসাচীর ছেলে ইন্দ্র’র চরিত্রে সিনেমায় থাকবেন পরমব্রত। যে ভূমিকায় মঞ্চে দেখা মিলেছে রজতাভ দত্তর। এই পলিটিক্যাল ঘরনার নাটকের নায়ক সব্যসাচী বিপ্লবী রাজনৈতিক কর্মী।
পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে তার নাম। পুলিশের হাত থেকে বাঁচতে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। ফিরে আসে বছর কুড়ি পর। নতুন পৃথিবীর মুখোমুখি হয় সে। ফিরে এসে সে দেখে তার ছেলে ইন্দ্র বিপরীত আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলের সমর্থক। বাবা-ছেলের রাজনৈতিক মতাদর্শের টক্কর ঘিরেই এই নাটক।
এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ভিঞ্চিদা’ এবং ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর মতো ছবিতে কাজ করেছেন ঋত্বিক। অন্যদিকে ‘দ্বিতীয় পুরুষ’-এর পর সৃজিতের ছবির অংশ হতে পারেন পরমব্রত। এই ছবিতে ইন্দ্রর বোনের ভূমিকায় থাকছেন অঙ্গনা রায়। সব ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসেই শুরু হবে এই ছবির শুটিং পর্ব।
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
‘উইঙ্কল টুইঙ্কল’ নামে নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন ব্রাত্য বসু। এবার সেই নাটককে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। বছর দেড়েক আগেই সামনে এসেছিল এ ছবি নির্মাণের আলোচনাটি। অবশেষে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন।
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার বহুল প্রশংসিত নাটকটি বড় পর্দায় আসতে চলেছে। ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এনে ঘোষণাটি দিলো প্রযোজনা সংস্থা। পোস্টারে দেখা মিলেছে ভাঙা লেনিনের মূর্তির। তার সামনে বসে রয়েছেন সৃজিতের দুই নায়ক। তাদের মুখ অবশ্য প্রকাশ্যে আনা হয়নি।
পোস্টারে রয়েছে বামেদের প্রতীক, কাস্তে-হাতুড়ি-তারাও। টলিপাড়ায় জল্পনা সৃজিতের এই ছবিতে লিড রোলে অভিনয় করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। সেটাও আবার বাবা ছেলের ভূমিকায়! মঞ্চে উইঙ্কল টুইঙ্কল-এ ‘সব্যসাচী’র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবশঙ্কর হালদারকে। এই চরিত্রটি করবেন ঋত্বিক। অন্যদিকে সব্যসাচীর ছেলে ইন্দ্র’র চরিত্রে সিনেমায় থাকবেন পরমব্রত। যে ভূমিকায় মঞ্চে দেখা মিলেছে রজতাভ দত্তর। এই পলিটিক্যাল ঘরনার নাটকের নায়ক সব্যসাচী বিপ্লবী রাজনৈতিক কর্মী।
পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে তার নাম। পুলিশের হাত থেকে বাঁচতে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। ফিরে আসে বছর কুড়ি পর। নতুন পৃথিবীর মুখোমুখি হয় সে। ফিরে এসে সে দেখে তার ছেলে ইন্দ্র বিপরীত আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলের সমর্থক। বাবা-ছেলের রাজনৈতিক মতাদর্শের টক্কর ঘিরেই এই নাটক।
এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ভিঞ্চিদা’ এবং ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর মতো ছবিতে কাজ করেছেন ঋত্বিক। অন্যদিকে ‘দ্বিতীয় পুরুষ’-এর পর সৃজিতের ছবির অংশ হতে পারেন পরমব্রত। এই ছবিতে ইন্দ্রর বোনের ভূমিকায় থাকছেন অঙ্গনা রায়। সব ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসেই শুরু হবে এই ছবির শুটিং পর্ব।