বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই শিল্পী এসডি রুবেল ও কোনাল । তারা আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছিলেন। তবে সেই গানটি প্রকাশ পেয়েছে চলতি বছরের শুরুতে। গানের শিরোনাম ‘তুমি শরতের মেঘ’। গানটি লিখেছিলেন কৃষ্ণ দাস। সুর সঙ্গীত করেছিলেন এসডি রুবেল। এবার এসডি রুবেলের সিনেমায় প্লে-ব্যাক করেছেন কোনাল।
আগামী ৫ ডিসেম্বর থেকে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুরু হতে যাচ্ছে এসডি রুবেলের পরিচালনায় সরকারী অনুদানে ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার শুটিং। এই সিনেমারই টাইটেল সং ‘নীল আকাশে পাখি উড়ে’ গানটিতে কন্ঠ দিয়েছেন কোনাল। তার সহশিল্পী এসডি রুবেল। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। কোনালের গায়কী প্রসঙ্গে এসডি রুবেল বলেন,‘ কোনাল ভালো গায় এটা জানি।
যদিওবা বহুবছর আগে তারসঙ্গে একটি দ্বৈত গান করেছিলাম। সেটা নানান কারণে প্রকাশ করতে অনেক দেরী হয়ে যায়। আর এরইমধ্যে কোনাল একজন গায়িকা হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটি অবস্থানও সৃষ্টি করে নিয়েছে। কোনালের কারণেই গানটি নিয়ে আমি বেশি আশাবাদী।
তারসঙ্গে সহশিল্পী হিসেবে আমি আছি।’ গানটি লিখেছেন ও সুর করেছেন এসডি রুবেল নিজেই। তিনি নিজেই এতে নায়কের ভূমিকায় থাকছেন বলে জানালেন। অর্থাৎ সিনেমার নায়কও তিনি, গায়কও তিনি, পরিচালকও তিনি।
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই শিল্পী এসডি রুবেল ও কোনাল । তারা আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছিলেন। তবে সেই গানটি প্রকাশ পেয়েছে চলতি বছরের শুরুতে। গানের শিরোনাম ‘তুমি শরতের মেঘ’। গানটি লিখেছিলেন কৃষ্ণ দাস। সুর সঙ্গীত করেছিলেন এসডি রুবেল। এবার এসডি রুবেলের সিনেমায় প্লে-ব্যাক করেছেন কোনাল।
আগামী ৫ ডিসেম্বর থেকে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুরু হতে যাচ্ছে এসডি রুবেলের পরিচালনায় সরকারী অনুদানে ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার শুটিং। এই সিনেমারই টাইটেল সং ‘নীল আকাশে পাখি উড়ে’ গানটিতে কন্ঠ দিয়েছেন কোনাল। তার সহশিল্পী এসডি রুবেল। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। কোনালের গায়কী প্রসঙ্গে এসডি রুবেল বলেন,‘ কোনাল ভালো গায় এটা জানি।
যদিওবা বহুবছর আগে তারসঙ্গে একটি দ্বৈত গান করেছিলাম। সেটা নানান কারণে প্রকাশ করতে অনেক দেরী হয়ে যায়। আর এরইমধ্যে কোনাল একজন গায়িকা হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটি অবস্থানও সৃষ্টি করে নিয়েছে। কোনালের কারণেই গানটি নিয়ে আমি বেশি আশাবাদী।
তারসঙ্গে সহশিল্পী হিসেবে আমি আছি।’ গানটি লিখেছেন ও সুর করেছেন এসডি রুবেল নিজেই। তিনি নিজেই এতে নায়কের ভূমিকায় থাকছেন বলে জানালেন। অর্থাৎ সিনেমার নায়কও তিনি, গায়কও তিনি, পরিচালকও তিনি।