আজ থেকে নাট্য মন্ডলে শুরু হচ্ছে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৪।উৎসব এবার আঠারো বছর পূর্ণ করেছে এবং একই সাথে বিভাগের তিন দশক পূর্তি উদযাপন করছে। নাট্যশিল্পের বিশ্বজনীনতা, বিচিত্র উপস্থাপনা পদ্ধতি, বিষয়ের বহু মাতৃকথার সংশ্লেষ ঘটিয়ে দেশ ও বিদেশের জীবন-বাস্তবতার বিশেষ বোধ সৃজন এই উৎসব এবং বিভাগের অভিমুখ।
‘বুকের ভিতর দারুণ ঝড়, আজ সৃষ্টি-সুখে উল্লাস কর’-এই স্লোগান হৃদয়ে ধারন করেন ৩ ডিসেম্বর থেকে আরম্ভ এবং চলবে ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার পর্যন্ত , প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব’-উদযাপিত হবে ।
১১দিন ব্যাপী উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৮টি নাটক মঞ্চস্থ হবে। এই উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় বাংলার দেশজ নাট্যের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দিন-কে বাংলাদেশের সংস্কৃতিতে তাঁর তাৎপর্যপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে। নাট্যোৎসবের শুভ উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা বলেন,এবারের উৎসবে প্রদর্শিত নাটকগুলো আমাদের সামষ্টিক জীবনের দ্রোহ, সাম্য, সম্প্রীতি ও সংহতির এক বহুত্ববোধক বাংলাদেশের রূপকল্প তুলে ধরবে বলেই বিশ্বাস।
এরই ধারাবাহিকতায় আজ উদ্বোধনী মঞ্চায়ন নাটক বাদল সরকার রচিত, টুম্পা রাণী দাশ নির্দেশিত নাটক সুটকেস।
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
আজ থেকে নাট্য মন্ডলে শুরু হচ্ছে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৪।উৎসব এবার আঠারো বছর পূর্ণ করেছে এবং একই সাথে বিভাগের তিন দশক পূর্তি উদযাপন করছে। নাট্যশিল্পের বিশ্বজনীনতা, বিচিত্র উপস্থাপনা পদ্ধতি, বিষয়ের বহু মাতৃকথার সংশ্লেষ ঘটিয়ে দেশ ও বিদেশের জীবন-বাস্তবতার বিশেষ বোধ সৃজন এই উৎসব এবং বিভাগের অভিমুখ।
‘বুকের ভিতর দারুণ ঝড়, আজ সৃষ্টি-সুখে উল্লাস কর’-এই স্লোগান হৃদয়ে ধারন করেন ৩ ডিসেম্বর থেকে আরম্ভ এবং চলবে ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার পর্যন্ত , প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৮তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব’-উদযাপিত হবে ।
১১দিন ব্যাপী উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত ১৮টি নাটক মঞ্চস্থ হবে। এই উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় বাংলার দেশজ নাট্যের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দিন-কে বাংলাদেশের সংস্কৃতিতে তাঁর তাৎপর্যপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে। নাট্যোৎসবের শুভ উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা বলেন,এবারের উৎসবে প্রদর্শিত নাটকগুলো আমাদের সামষ্টিক জীবনের দ্রোহ, সাম্য, সম্প্রীতি ও সংহতির এক বহুত্ববোধক বাংলাদেশের রূপকল্প তুলে ধরবে বলেই বিশ্বাস।
এরই ধারাবাহিকতায় আজ উদ্বোধনী মঞ্চায়ন নাটক বাদল সরকার রচিত, টুম্পা রাণী দাশ নির্দেশিত নাটক সুটকেস।