image
এফ এ প্রীতম

আসছে এফ এ প্রীতমের ‘হাবিবি’

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
বিনোদন র্বাতা পরিবেশক

এ প্রজন্মের সুরকার এফ এ প্রীতম। তিনি সুরকার হিসেবে বেশি পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকে তিনি সামিনা চৌধুরী, আসিফ আকবর, কলকাতার আকাশ সেন বলিউডের নাকাশ আজিজের মতো কণ্ঠশিল্পীদের নিয়ে গান করেছেন। প্রথমবারে মতো নিজের কণ্ঠে একটি গান তুলেছেন প্রীতম। ‘হাবিবি’ শিরোনামের এ গানটির কথা ও সুর তিনি। সংগীতায়োজন করেছেন শোভন রায়।

তিনি বলেন, ‘অনেক সুর ও সংগীতায়োজন করেছি। মনে হলো এবার একটা গান করি। সেই চিন্তা থেকে গানে কণ্ঠ দেওয়া। গানের সঙ্গেই যেহেতু বসবাস, তাই এ মাধ্যমে নিয়মিত থাকার চেষ্টা করি। বরাবরের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস’।

সর্বশেষ অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমায় ‘একটু একটু তোর প্রেমে’ শিরোনামের একটি গান তার সুরে প্রকাশ হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ ও মো. ইকবালের ‘রিভেঞ্জ’ ‘বিট্রে’ ও ‘ডেড বডি’ সিনেমার জন্যও গান করেছেন তরুণ এ সুরকার। এফ এ প্রিতম বলেন, ‘সিনেমার গানের প্রতি আমার খুব বেশি আগ্রহ কাজ করে। এখানে সুর নিয়ে খেলা করা যায়।

এরমধ্যে সিনেমায় যে গানগুলো করেছি তার সবগুলোর জন্য প্রযোজক-পরিচালকেরা প্রশংসা করেছেন। এদিকে হিপ হপ গানের প্রতি তার অনেক দুর্বলতা বলেও জানান। এফ এ প্রিতম ২০১৬ সাল থেকে ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম অ্যালবামের নাম ‘দূরত্ব সীমাহীন’।

সম্প্রতি