বাংলাদেশের নাট্যনির্মাতা সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন আরফান আহমেদ, তাহমিনা সুলতানা মৌ ও নিলয় আলমগীর। এবার নাট্যনির্মাতা তানভীর তন্ময় নির্মাণ করলেন নাটক ‘রক্তের বাঁধন’। এতে অভিনয় করেন আরফান, মৌ, নিলয় ও সঙ্গে হিমি। নাটকটি রচনা করেছেন নাট্যপরিচালক জুবায়ের ইবনে বকর।
এরইমধ্যে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালক তানভীর তন্ময় জানান, রক্তের বাঁধন একটি পারিবারিক গল্পের নাটক। তিনি জানান নাটকটি শিগগিরই এলবিসি ইউটিউবে চ্যানেলে প্রচারে আসবে। নাট্যকার জুবায়ের ইবনে বকর বলেন, সংসারে ভাবী আসার কারণে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরী করতে গিয়ে (আলাদা সংসার করার তাগিদে) শুধুই ভালোবাসার কারণে সেই সংসারটা টিকে যায়।
আসলে ভালোবাসাই জীবনে অনেক বড়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আরফান বলেন,‘ এই ধরনের গল্পে এখন নাটক নির্মাণ খুব কম হয়। অনেকদিন পর মৌ, নিলয়ের সঙ্গে কাজ করতে গিয়ে লাভলু ভাইয়ের ধারাবাহিক নাটকের সময়টা বারবার চোখে ভাসছিলো। নিলয় অভিনয়ে আগের চেয়ে অনেক পরিপূর্ণ, হিমিও দারুণ অভিনয় করে। আর আমার সহশিল্পী মৌ সবসময়ই চমৎকার অভিনয় করে।’
মৌ বলেন,‘ এই নাটকটি প্রচারের অপেক্ষায় আছি আমি। কারণ গল্পটা দারুন।’ নিলয় আলমগীর বলেন,‘ তানভীর মূলত একজন এডিটর। কিন্তু যখন কোনো ভালো গল্প তার কাছে আসে, তখন নির্মাণে আগ্রহ প্রকাশ করেন। রক্তের বাঁধন ঠিক তেমনি একটি গল্প। যে কারণে এই নাটকে অভিনয় করা। মূলত এই নাটকটার গল্পটা ব্যতিক্রম এবং পরিচালক চেষ্টা করেছেন একটু ভিন্নভাবে গল্পটা তুলে ধরার। আমার বিশ্বাস নাটকটি দর্শক পছন্দ করবেন।
আর আরফান ভাই, মৌ আপা’সহ হিমির সঙ্গে একই টিমের হয়ে কাজ করেও ভীষণ ভালোলাগলো। আমাদের সবারই প্রত্যাশা একটু বেশিই এই নাটকটি নিয়ে।’ হিমি বলেন,‘ একটু ব্যতিক্রম গল্পে কাজ করতেতো চাই-ই সবসময়। পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ থাকে অন্যরকম। ভালোবাসা থাকলে যে সবকিছুকে এড়িয়ে পরিবারকে আগলে রাখা যায় তাই এই নাটকে দেখানো হয়েছে।’
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের নাট্যনির্মাতা সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন আরফান আহমেদ, তাহমিনা সুলতানা মৌ ও নিলয় আলমগীর। এবার নাট্যনির্মাতা তানভীর তন্ময় নির্মাণ করলেন নাটক ‘রক্তের বাঁধন’। এতে অভিনয় করেন আরফান, মৌ, নিলয় ও সঙ্গে হিমি। নাটকটি রচনা করেছেন নাট্যপরিচালক জুবায়ের ইবনে বকর।
এরইমধ্যে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালক তানভীর তন্ময় জানান, রক্তের বাঁধন একটি পারিবারিক গল্পের নাটক। তিনি জানান নাটকটি শিগগিরই এলবিসি ইউটিউবে চ্যানেলে প্রচারে আসবে। নাট্যকার জুবায়ের ইবনে বকর বলেন, সংসারে ভাবী আসার কারণে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরী করতে গিয়ে (আলাদা সংসার করার তাগিদে) শুধুই ভালোবাসার কারণে সেই সংসারটা টিকে যায়।
আসলে ভালোবাসাই জীবনে অনেক বড়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আরফান বলেন,‘ এই ধরনের গল্পে এখন নাটক নির্মাণ খুব কম হয়। অনেকদিন পর মৌ, নিলয়ের সঙ্গে কাজ করতে গিয়ে লাভলু ভাইয়ের ধারাবাহিক নাটকের সময়টা বারবার চোখে ভাসছিলো। নিলয় অভিনয়ে আগের চেয়ে অনেক পরিপূর্ণ, হিমিও দারুণ অভিনয় করে। আর আমার সহশিল্পী মৌ সবসময়ই চমৎকার অভিনয় করে।’
মৌ বলেন,‘ এই নাটকটি প্রচারের অপেক্ষায় আছি আমি। কারণ গল্পটা দারুন।’ নিলয় আলমগীর বলেন,‘ তানভীর মূলত একজন এডিটর। কিন্তু যখন কোনো ভালো গল্প তার কাছে আসে, তখন নির্মাণে আগ্রহ প্রকাশ করেন। রক্তের বাঁধন ঠিক তেমনি একটি গল্প। যে কারণে এই নাটকে অভিনয় করা। মূলত এই নাটকটার গল্পটা ব্যতিক্রম এবং পরিচালক চেষ্টা করেছেন একটু ভিন্নভাবে গল্পটা তুলে ধরার। আমার বিশ্বাস নাটকটি দর্শক পছন্দ করবেন।
আর আরফান ভাই, মৌ আপা’সহ হিমির সঙ্গে একই টিমের হয়ে কাজ করেও ভীষণ ভালোলাগলো। আমাদের সবারই প্রত্যাশা একটু বেশিই এই নাটকটি নিয়ে।’ হিমি বলেন,‘ একটু ব্যতিক্রম গল্পে কাজ করতেতো চাই-ই সবসময়। পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ থাকে অন্যরকম। ভালোবাসা থাকলে যে সবকিছুকে এড়িয়ে পরিবারকে আগলে রাখা যায় তাই এই নাটকে দেখানো হয়েছে।’