ইমরান মাহমুদুল ও পড়শী
প্রকাশ্যে গায়ক ইমরান মাহমুদুল ও জনপ্রিয় গায়িকা পড়শী’র নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পড়শী’তে গানটি প্রকাশ পায়। ‘কথা একটাই’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রজন্মের মেধাবী নির্মাতা সৈকত রেজা।
এর আগে রবিউল ইসলাম জীবনের লেখায় ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’,‘ আবদার’ ও ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় ‘বলে যাও’ গানগুলো একসঙ্গে গেয়েছিলেন ইমরান পড়শী। একই গীতিকারের এটি পঞ্চম গান। গানটি নিয়ে পুরো টিমই ভীষণ আশাবাদী। আশাবাদী ইমরান পড়শী দু’জনেই। ইমরান মাহমুদুল বলেন,‘ পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রত্যেকটি গানই দর্শক শ্রোতার ভালোলেগেছে।
আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি, যার শিরোনাম কথা একটাই। এই গানটি জীবন ভাইয়েরই লেখা। সবার কাছে বিনীত অনুরোধ রইলো গানটি মন দিয়ে শোনার জন্য। আশা করছি সবার ভালোলাগবে।’ পড়শী বলেন,‘ ইমরান ভাই এবং আমি যতোগুলো গান গেয়েছি বলা যায় প্রত্যেকটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই-নতুন প্রত্যাশা নিয়ে করা। দেখা যাচ্ছে যে জীবন মামা, ইমরান ভাই আর আমি-আমরা এই তিনজন যে গানগুলো করেছি প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
তো মনে হচ্ছে যে এবারও আমাদের তিনজনের নতুন গান শ্রোতা দর্শকের ভালোলাগবে। কথা একটাই যেন বছর শেষে সবার প্রিয় গান হয়ে উঠে এই প্রত্যাশায় আছি।’ ইমরান ও পড়শী’র বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘জনম জনম’,‘ এক দেখায়’,‘ দ্বিতীয় জীবন’,‘ আবদার’,‘ বলে দাও’,‘ যতনে রেখেছি তোমায়’,‘ হৃদয়ের গহীনে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ইমরান মাহমুদুল ও পড়শী
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
প্রকাশ্যে গায়ক ইমরান মাহমুদুল ও জনপ্রিয় গায়িকা পড়শী’র নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পড়শী’তে গানটি প্রকাশ পায়। ‘কথা একটাই’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রজন্মের মেধাবী নির্মাতা সৈকত রেজা।
এর আগে রবিউল ইসলাম জীবনের লেখায় ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’,‘ আবদার’ ও ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় ‘বলে যাও’ গানগুলো একসঙ্গে গেয়েছিলেন ইমরান পড়শী। একই গীতিকারের এটি পঞ্চম গান। গানটি নিয়ে পুরো টিমই ভীষণ আশাবাদী। আশাবাদী ইমরান পড়শী দু’জনেই। ইমরান মাহমুদুল বলেন,‘ পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রত্যেকটি গানই দর্শক শ্রোতার ভালোলেগেছে।
আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি, যার শিরোনাম কথা একটাই। এই গানটি জীবন ভাইয়েরই লেখা। সবার কাছে বিনীত অনুরোধ রইলো গানটি মন দিয়ে শোনার জন্য। আশা করছি সবার ভালোলাগবে।’ পড়শী বলেন,‘ ইমরান ভাই এবং আমি যতোগুলো গান গেয়েছি বলা যায় প্রত্যেকটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই-নতুন প্রত্যাশা নিয়ে করা। দেখা যাচ্ছে যে জীবন মামা, ইমরান ভাই আর আমি-আমরা এই তিনজন যে গানগুলো করেছি প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
তো মনে হচ্ছে যে এবারও আমাদের তিনজনের নতুন গান শ্রোতা দর্শকের ভালোলাগবে। কথা একটাই যেন বছর শেষে সবার প্রিয় গান হয়ে উঠে এই প্রত্যাশায় আছি।’ ইমরান ও পড়শী’র বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘জনম জনম’,‘ এক দেখায়’,‘ দ্বিতীয় জীবন’,‘ আবদার’,‘ বলে দাও’,‘ যতনে রেখেছি তোমায়’,‘ হৃদয়ের গহীনে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।