ছোট পর্দার দুই অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তারা জুটি বেঁধে এরই মধ্যে তারা বেশকিছু নাটক করেছেন। এবার আরও একটি নাটকে অভিনয় করলেন তারা। নাটকের নাম ‘আনিস সাহেব’। এটি পরিচালনা করছেন নির্মাতা জুবায়ের ইবনে বকর।
এই নাটকে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন রাখি চৌধুরী, আশরাফুল আলম সোহাগ, শাহনেওয়াজ রিপনসহ আরও অনেকে। নাটকের গল্প ‘আনিস সাহেব’ চরিত্রে অভিনয় করা শামীম হাসানকে নিয়ে। এর নির্মাতা জুবায়ের ইবনে বকর বলেন, ‘এই নাটকের প্রধান শক্তি গল্প। যার জন্যই দর্শক দেখবে বলে আমি আশাবাদী। এ ছাড়া নাটকের প্রধান দুই চরিত্রে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি দুর্দান্ত অভিনয় করেছেন। তাদের সঙ্গে কাজ করার মজাই আলাদা।
শুটিং সেটে তারা খুবই সাপোর্টিভ। দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে শুটিংয়ে নিজেদের সেরাটি দিতে একদমই কার্পণ্য করেন না তারা। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’ আনিস সাহেব একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি একেবারেই মিথ্যা বলা মানুষ পছন্দ করেন না। যার কারণে তার সঙ্গে যদি কেউ মিথ্যা বলে এবং ধরা পরে যায়, তাহলে প্রচণ্ড রেগে যান তিনি, তুলেন গায়ে হাতও।
এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘আনিস সাহেব’। এই নাটকে শামীম হাসান সরকারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। যে স্বামীর এমন আচরণে খুবই বিরক্ত। কারণ মিথ্যা সহ্য করতে না পারা ‘আনিস সাহেব’-কে নিয়ে প্রতিবেশীদের অভিযোগের শেষ নেই।
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ছোট পর্দার দুই অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তারা জুটি বেঁধে এরই মধ্যে তারা বেশকিছু নাটক করেছেন। এবার আরও একটি নাটকে অভিনয় করলেন তারা। নাটকের নাম ‘আনিস সাহেব’। এটি পরিচালনা করছেন নির্মাতা জুবায়ের ইবনে বকর।
এই নাটকে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন রাখি চৌধুরী, আশরাফুল আলম সোহাগ, শাহনেওয়াজ রিপনসহ আরও অনেকে। নাটকের গল্প ‘আনিস সাহেব’ চরিত্রে অভিনয় করা শামীম হাসানকে নিয়ে। এর নির্মাতা জুবায়ের ইবনে বকর বলেন, ‘এই নাটকের প্রধান শক্তি গল্প। যার জন্যই দর্শক দেখবে বলে আমি আশাবাদী। এ ছাড়া নাটকের প্রধান দুই চরিত্রে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি দুর্দান্ত অভিনয় করেছেন। তাদের সঙ্গে কাজ করার মজাই আলাদা।
শুটিং সেটে তারা খুবই সাপোর্টিভ। দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে শুটিংয়ে নিজেদের সেরাটি দিতে একদমই কার্পণ্য করেন না তারা। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’ আনিস সাহেব একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি একেবারেই মিথ্যা বলা মানুষ পছন্দ করেন না। যার কারণে তার সঙ্গে যদি কেউ মিথ্যা বলে এবং ধরা পরে যায়, তাহলে প্রচণ্ড রেগে যান তিনি, তুলেন গায়ে হাতও।
এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘আনিস সাহেব’। এই নাটকে শামীম হাসান সরকারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। যে স্বামীর এমন আচরণে খুবই বিরক্ত। কারণ মিথ্যা সহ্য করতে না পারা ‘আনিস সাহেব’-কে নিয়ে প্রতিবেশীদের অভিযোগের শেষ নেই।