আবারও নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান। এবারের গানটির কথা লিখেছেন গীতিকার এম আর আমিন। গানটির সুর ও সংগীত আল আমিন খান। ‘এই জনমে আপন আমার হইলো না রে সে’ শিরোনামের গানটি বাজারে আসবে ‘এফ আর মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানান গানের গীতিকার। তিনি বলেন, আমার কথায় মনির ভাই গাইলো এটা সত্যিই অনেক আনন্দের।
কাজটিও খুব যত্ন নিয়ে করেছেন আল আমিন ভাই। আশা করছি সবার ভালো লাগবে। মনির খান বলেন, সুন্দর একটি গান করলাম। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয় ছুয়ে যাবে। আল আমিন খান বলেন, গানের কথাগুলো আমার ভালো লেগেছে। আমি মনির ভাইয়ের সাথে কাজ করি। এবারের কাজটিতেও রয়েছে ভিন্নতা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪
আবারও নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান। এবারের গানটির কথা লিখেছেন গীতিকার এম আর আমিন। গানটির সুর ও সংগীত আল আমিন খান। ‘এই জনমে আপন আমার হইলো না রে সে’ শিরোনামের গানটি বাজারে আসবে ‘এফ আর মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানান গানের গীতিকার। তিনি বলেন, আমার কথায় মনির ভাই গাইলো এটা সত্যিই অনেক আনন্দের।
কাজটিও খুব যত্ন নিয়ে করেছেন আল আমিন ভাই। আশা করছি সবার ভালো লাগবে। মনির খান বলেন, সুন্দর একটি গান করলাম। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয় ছুয়ে যাবে। আল আমিন খান বলেন, গানের কথাগুলো আমার ভালো লেগেছে। আমি মনির ভাইয়ের সাথে কাজ করি। এবারের কাজটিতেও রয়েছে ভিন্নতা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।