৬ জানুয়ারি বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ পেয়েছে ‘বেসুরা’র এক ঝলক। সেখানে প্রকাশ পেয়েছে চরিত্রগুলো। আর তাতে জানা গেছে এ পর্বে আছেন একসময়ের অভিনেত্রী সুমাইয়া শিমু। সঙ্গে সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার। জানা গেলো, ‘বেসুরা’য় অভিনয়ের মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটি অধ্যায়ে অভিষেক হলো।
নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অন্যদিকে অভিনয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। ৮ জানুয়ারি রাত ১২টা থেকে চরকিতে প্রকাশ পাবে ‘বেসুরা’। এ পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে ‘২ষ’ সিরিজ। সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে, ভালো মানের কাজ দেখি প্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকি একটা ভালো প্ল্যাটফর্ম।
সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা ভালো হবে। পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল। আমি উপভোগ করেছি। ‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতমের কারণেই নাকি অভিনয়ে রাজি হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। প্রথমবার অভিনয় নিয়ে এই শিল্পী বলেন, ‘আমাকে ফোন করে বলা হলো অভিনয় করতে হবে। একটু চিন্তায় পড়লাম। ক্যামেরার সামনে বহুবার দাঁড়িয়েছি কিন্তু অভিনয় তো করিনি। পরে যখন বললো প্রীতম (প্রীতম হাসান) ভাই আছেন, তখন একরকম ভরসা পেলাম এবং আশ্বাসও দিলাম। পরে কয়েকবার কথা বলে রাজি হয়েছি।’
‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ‘২ষ’। নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের রচনায় সিরিজটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গল্প নিয়ে নির্মাতা জানান, সুরছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’তে। নুহাশ বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর–বেসুরের ব্যাপার রয়েছে তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে।’
‘বেসুরা’য় আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫
৬ জানুয়ারি বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ পেয়েছে ‘বেসুরা’র এক ঝলক। সেখানে প্রকাশ পেয়েছে চরিত্রগুলো। আর তাতে জানা গেছে এ পর্বে আছেন একসময়ের অভিনেত্রী সুমাইয়া শিমু। সঙ্গে সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার। জানা গেলো, ‘বেসুরা’য় অভিনয়ের মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটি অধ্যায়ে অভিষেক হলো।
নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অন্যদিকে অভিনয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার। ৮ জানুয়ারি রাত ১২টা থেকে চরকিতে প্রকাশ পাবে ‘বেসুরা’। এ পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে ‘২ষ’ সিরিজ। সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে, ভালো মানের কাজ দেখি প্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকি একটা ভালো প্ল্যাটফর্ম।
সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা ভালো হবে। পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল। আমি উপভোগ করেছি। ‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতমের কারণেই নাকি অভিনয়ে রাজি হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। প্রথমবার অভিনয় নিয়ে এই শিল্পী বলেন, ‘আমাকে ফোন করে বলা হলো অভিনয় করতে হবে। একটু চিন্তায় পড়লাম। ক্যামেরার সামনে বহুবার দাঁড়িয়েছি কিন্তু অভিনয় তো করিনি। পরে যখন বললো প্রীতম (প্রীতম হাসান) ভাই আছেন, তখন একরকম ভরসা পেলাম এবং আশ্বাসও দিলাম। পরে কয়েকবার কথা বলে রাজি হয়েছি।’
‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ‘২ষ’। নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের রচনায় সিরিজটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গল্প নিয়ে নির্মাতা জানান, সুরছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’তে। নুহাশ বলেন, ‘এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুর–বেসুরের ব্যাপার রয়েছে তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে।’
‘বেসুরা’য় আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।