আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ শফি মণ্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন। নাম তার ‘ঠিকানা’। গানের কথাগুলো এমন- ‘পিতার মগজ, মায়ের জঠর, ফুটাইলো ফুল অনুরাগে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায় শেষের ভাগে’। গানটি রচনা করেছেন সাধক গীতিকবি ও গবেষক শাকির দেওয়ান এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ।
নতুন বছর উপলক্ষে শিগগিরই গানচিল ফোক-এর ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে। গানটির গীতিকার শাকির দেওয়ান বলেন, ‘দিবসের চার প্রহরের মতো মানুষের জীবনচক্রও চারভাগে বিভক্ত। বস্তুবাদী ভাবনা মাওলার নৈকট্য লাভের সাধনা থেকে আমাদের দূরে রাখে। সাধন বিমুখ হয়ে আমরা জীবনের মূল লক্ষ্য থেকে ছিটকে পড়ি। এই ভাব-ভাবনাই গানটির মূল প্রেরণা।’ গানটি সম্পর্কে শফি মণ্ডল বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান।
আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তারই পরম্পরায় শাকির দেওয়ানের লেখা এই গানটি করলাম। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। বিশেষ করে এই গানটির ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।’
গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, ‘শ্রদ্ধেয় শফি মণ্ডল বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি। তার দরদি কণ্ঠে আমার সুর করা কোনও গান গীত হয়েছে- বিষয়টি ভাবতেই মনের ভেতর একটি অলৌকিক ভালোলাগা কাজ করছে। অণু মোস্তাফিজ ভাইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি সংগীতায়োজন করে গানটির সৌন্দর্য বাড়ানোর জন্য। আশা করছি, বরাবরের মতো শফি মণ্ডলের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।’
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫
আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ শফি মণ্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন। নাম তার ‘ঠিকানা’। গানের কথাগুলো এমন- ‘পিতার মগজ, মায়ের জঠর, ফুটাইলো ফুল অনুরাগে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায় শেষের ভাগে’। গানটি রচনা করেছেন সাধক গীতিকবি ও গবেষক শাকির দেওয়ান এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ।
নতুন বছর উপলক্ষে শিগগিরই গানচিল ফোক-এর ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে। গানটির গীতিকার শাকির দেওয়ান বলেন, ‘দিবসের চার প্রহরের মতো মানুষের জীবনচক্রও চারভাগে বিভক্ত। বস্তুবাদী ভাবনা মাওলার নৈকট্য লাভের সাধনা থেকে আমাদের দূরে রাখে। সাধন বিমুখ হয়ে আমরা জীবনের মূল লক্ষ্য থেকে ছিটকে পড়ি। এই ভাব-ভাবনাই গানটির মূল প্রেরণা।’ গানটি সম্পর্কে শফি মণ্ডল বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান।
আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তারই পরম্পরায় শাকির দেওয়ানের লেখা এই গানটি করলাম। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। বিশেষ করে এই গানটির ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।’
গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, ‘শ্রদ্ধেয় শফি মণ্ডল বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি। তার দরদি কণ্ঠে আমার সুর করা কোনও গান গীত হয়েছে- বিষয়টি ভাবতেই মনের ভেতর একটি অলৌকিক ভালোলাগা কাজ করছে। অণু মোস্তাফিজ ভাইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি সংগীতায়োজন করে গানটির সৌন্দর্য বাড়ানোর জন্য। আশা করছি, বরাবরের মতো শফি মণ্ডলের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।’