রুবেল অভিনীত ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম অ্যাকশন সিনেমা ‘সদর ঘাটের কুলি’। রকিবুল আলম রকিবের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। সুপারহিট এই সিনেমাটির পোস্টার অলংকরণ তখন শোভা পেয়েছিলো বাংলাদেশের অন্যতম বাহন রিকশার পেছন ও সিট কাভারে। তখন এমন আরও অনেক সুপারহিট সিনেমার পোস্টারের পেইন্টিং স্থান পেতো রিকশার গায়ে।
যে পেইন্টিং নিয়ে গবেষণা রয়েছে দেশ ও বিদেশে। নির্মিত হয়েছে সিনেমা, লেখা হয়েছে বই। তারই সূত্র ধরে ‘সদর ঘাটের কুলি’সহ নানামাত্রিক রিকশা-চিত্রকর্ম শোভা পাবে রাজধানীর গুলশানে অবস্থিত ফরাসি সংস্কৃতিকেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়। ছবিগুলো এঁকেছেন নব কুমার ভদ্র। ‘রিকশা আর্টিস্ট্রি: আ ওয়ার্ল্ড হ্যারিটেজ’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন হবে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে। চিত্র প্রদর্শনীটি চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
সোমবার থেকে শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। নিশ্চিত করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা কর্তৃপক্ষ। প্রদর্শনীতে মোট ১৬টি চিত্রকর্ম এবং ১৭টি পেন্সিল স্কেচ এবং টিনের ওপর আঁকা ৩৬টি চিত্রকর্ম স্থান পাচ্ছে।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা মনে করছে, নব কুমার ভদ্রের এবারের কাজে উঠে আসবে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের ‘অ্যাকশনে থাকা’ মুখভঙ্গি ও নাটকীয় মুহূর্তগুলো; বাংলার গ্রামীণ জনপদের নৈসর্গিক শোভা এবং প্রাচীন লোককথা। রিকশাচিত্রের পাশাপাশি নব তার আঁকা খুদে মডেল রিক্সা, বিলুপ্ত হলুদ বেবি-ট্যাক্সি, মাটির সরা প্রভৃতিও প্রদর্শন করবেন।
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
রুবেল অভিনীত ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম অ্যাকশন সিনেমা ‘সদর ঘাটের কুলি’। রকিবুল আলম রকিবের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। সুপারহিট এই সিনেমাটির পোস্টার অলংকরণ তখন শোভা পেয়েছিলো বাংলাদেশের অন্যতম বাহন রিকশার পেছন ও সিট কাভারে। তখন এমন আরও অনেক সুপারহিট সিনেমার পোস্টারের পেইন্টিং স্থান পেতো রিকশার গায়ে।
যে পেইন্টিং নিয়ে গবেষণা রয়েছে দেশ ও বিদেশে। নির্মিত হয়েছে সিনেমা, লেখা হয়েছে বই। তারই সূত্র ধরে ‘সদর ঘাটের কুলি’সহ নানামাত্রিক রিকশা-চিত্রকর্ম শোভা পাবে রাজধানীর গুলশানে অবস্থিত ফরাসি সংস্কৃতিকেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়। ছবিগুলো এঁকেছেন নব কুমার ভদ্র। ‘রিকশা আর্টিস্ট্রি: আ ওয়ার্ল্ড হ্যারিটেজ’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন হবে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে। চিত্র প্রদর্শনীটি চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
সোমবার থেকে শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। নিশ্চিত করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা কর্তৃপক্ষ। প্রদর্শনীতে মোট ১৬টি চিত্রকর্ম এবং ১৭টি পেন্সিল স্কেচ এবং টিনের ওপর আঁকা ৩৬টি চিত্রকর্ম স্থান পাচ্ছে।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা মনে করছে, নব কুমার ভদ্রের এবারের কাজে উঠে আসবে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের ‘অ্যাকশনে থাকা’ মুখভঙ্গি ও নাটকীয় মুহূর্তগুলো; বাংলার গ্রামীণ জনপদের নৈসর্গিক শোভা এবং প্রাচীন লোককথা। রিকশাচিত্রের পাশাপাশি নব তার আঁকা খুদে মডেল রিক্সা, বিলুপ্ত হলুদ বেবি-ট্যাক্সি, মাটির সরা প্রভৃতিও প্রদর্শন করবেন।