নতুন বছরের শুরু মাসেই পরপর দুটি গান প্রকাশিত হলো আসিফ আকবরের। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের নতুন ‘গান আয় ফিরে আয়’। গানটিতে নতুন রূপে পাওয়া গেল আসিফকে। গানের ভিডিওতে দেখা গেল, একটি ব্যান্ড সেটআপ নিয়ে গাইছেন তিনি।
রক ও মেটালের ফিউশন পাওয়া যাচ্ছে মিউজিকে। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন রাজিব মোনা। ‘দুচোখ ঢেকেছে কুয়াশা, মন তবু বাঁধে আশা’ এমন কথায় গানটি লিখেছেন জয় চক্রবর্তী। গানটি প্রকাশিত হয়েছে স্প্লেনডিড অডিও নামের ইউটিউব চ্যানেলে। নতুন গান নিয়ে আসিফ বলেন, ‘দুটি গানেই নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতা। গান দুটি প্রকাশিত হয়েছে ইংরেজি নতুন বছর উপলক্ষে। ফিরে আয় গানটি ব্যান্ডের আমেজে করা। গানটির কম্পোজিশন করেছেন রাজিব।
মন জানে গানটি করেছে ইমরান মাহমুদুল। তার সঙ্গে আগেও একটি গান করেছি। ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। আমাদের দুজনকে দিয়ে গানটি করানোর মূল উদ্যোক্তা স্নেহাশীষ। তার কারণেই এত সুন্দর একটা গানের জন্ম হলো। আশা করছি দুটি গানই শ্রোতাদের মন জয় করবে।’
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
নতুন বছরের শুরু মাসেই পরপর দুটি গান প্রকাশিত হলো আসিফ আকবরের। একটি গানের শিরোনাম ‘মন জানে’, অন্যটি ‘আয় ফিরে আয়’। গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের নতুন ‘গান আয় ফিরে আয়’। গানটিতে নতুন রূপে পাওয়া গেল আসিফকে। গানের ভিডিওতে দেখা গেল, একটি ব্যান্ড সেটআপ নিয়ে গাইছেন তিনি।
রক ও মেটালের ফিউশন পাওয়া যাচ্ছে মিউজিকে। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন রাজিব মোনা। ‘দুচোখ ঢেকেছে কুয়াশা, মন তবু বাঁধে আশা’ এমন কথায় গানটি লিখেছেন জয় চক্রবর্তী। গানটি প্রকাশিত হয়েছে স্প্লেনডিড অডিও নামের ইউটিউব চ্যানেলে। নতুন গান নিয়ে আসিফ বলেন, ‘দুটি গানেই নতুনত্ব পাবেন দর্শক-শ্রোতা। গান দুটি প্রকাশিত হয়েছে ইংরেজি নতুন বছর উপলক্ষে। ফিরে আয় গানটি ব্যান্ডের আমেজে করা। গানটির কম্পোজিশন করেছেন রাজিব।
মন জানে গানটি করেছে ইমরান মাহমুদুল। তার সঙ্গে আগেও একটি গান করেছি। ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। আমাদের দুজনকে দিয়ে গানটি করানোর মূল উদ্যোক্তা স্নেহাশীষ। তার কারণেই এত সুন্দর একটা গানের জন্ম হলো। আশা করছি দুটি গানই শ্রোতাদের মন জয় করবে।’