এলো রাম চরণের ‘গেম চেঞ্জার’। ঘোষণার ৫ বছর পর ১০ জানুয়ারি মুক্তি পেল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এ সিনেমা করোনা মহামারিসহ বেশ কিছু কারণে পিছিয়ে গিয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের ঘোষণা আসে।
সেবছর সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়। ‘গেম চেঞ্জার’ নির্মাণ করেছেন পরিচালক এস শংকর। এটি মুক্তির প্রথম দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কত আয় করেছে তা প্রকাশ করা হয়েছে। ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুসারে ভারতজুড়ে ২৫ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকারও বেশি।
মুক্তির প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ ভারতজুড়ে তেলেগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে। স্যাকনিল্কের মতে, ‘গেম চেঞ্জার’ ভারতে বিভিন্ন ভাষায় অগ্রিম বুকিংয়ে ৪৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করেছে। এটি অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি আয় করেছে।
এ প্রদেশে আয়ের পরিমাণ, ১৩ দশমিক ০৭ কোটি রুপি এবং তেলেঙ্গানায় ৬ দশমিক ৪১ কোটি রুপি। দিল্লিতে সিনেমাটি তার অগ্রিম বুকিংয়ে ১ দশমিক ০৫ কোটি রুপি আয় করেছে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে।
তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের। রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটির বাজেট চিল ৪৫০ কোটি রুপি। রাম চরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত প্রমুখ।
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
এলো রাম চরণের ‘গেম চেঞ্জার’। ঘোষণার ৫ বছর পর ১০ জানুয়ারি মুক্তি পেল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এ সিনেমা করোনা মহামারিসহ বেশ কিছু কারণে পিছিয়ে গিয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের ঘোষণা আসে।
সেবছর সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়। ‘গেম চেঞ্জার’ নির্মাণ করেছেন পরিচালক এস শংকর। এটি মুক্তির প্রথম দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কত আয় করেছে তা প্রকাশ করা হয়েছে। ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুসারে ভারতজুড়ে ২৫ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকারও বেশি।
মুক্তির প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ ভারতজুড়ে তেলেগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে। স্যাকনিল্কের মতে, ‘গেম চেঞ্জার’ ভারতে বিভিন্ন ভাষায় অগ্রিম বুকিংয়ে ৪৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করেছে। এটি অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি আয় করেছে।
এ প্রদেশে আয়ের পরিমাণ, ১৩ দশমিক ০৭ কোটি রুপি এবং তেলেঙ্গানায় ৬ দশমিক ৪১ কোটি রুপি। দিল্লিতে সিনেমাটি তার অগ্রিম বুকিংয়ে ১ দশমিক ০৫ কোটি রুপি আয় করেছে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে।
তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের। রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটির বাজেট চিল ৪৫০ কোটি রুপি। রাম চরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত প্রমুখ।