সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণার কন্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘প্রেমের দোকানদার’। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। আকাশ সেন কণা’র সহশিল্পীও বটে। ‘বঙ্গ’তে গেলো বছরের একেবারেই শেষপ্রান্তে প্রকাশিত কণার কন্ঠের এই গানটি পর্দায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী।
গানটি রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের গান। কণা এই গানটি নিয়ে আরো আশাবাদী। কণা বলেন,‘ আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার গানের ভক্ত শ্রোতাদের। কারণ আমি কিন্তু তাদের কারণেই আজকের কণা হতে পেরেছি। তাদের ভালোলাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি গান নির্বাচন করি আমি। গানের কথা, গানের সুর নিয়ে ভীষণ ভাবি।
অনেক বেশি মৌলিক গান কিন্তু করিনা আমি। কিন্তু যাই করি তা ঠিকঠাক মতো করতে চাই যেন গানটি প্রকাশের সাথে সাথেই শ্রোতা দর্শকের মধ্যে গানটি ভালোলাগায় রূপান্তরিত হয়। চলতি বছরের শুরু থেকে স্টেজ শো’তে এই গানও আমাকে গাইতে হচ্ছে। শিল্পী হিসেবে এটাই আমার অনেক বড় প্রাপ্তি যে আমি নিজের গান দিয়েই শ্রোতা দর্শককে মুগ্ধ করতে পারছি।’
এদিকে এরইমধ্যে কণা ও ইমরানের কন্ঠে ইউটিউবে প্রকাশিত হয়েছে নতুন গান ‘আমি শুধু তোমার হবো’। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন সজীব দাস। গানটি মোঃ তৌফিকুল ইসলামের ‘সুইট ফ্যামিলি’ নাটকে শ্রোতারা উপভোগ করেছেন।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণার কন্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘প্রেমের দোকানদার’। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। আকাশ সেন কণা’র সহশিল্পীও বটে। ‘বঙ্গ’তে গেলো বছরের একেবারেই শেষপ্রান্তে প্রকাশিত কণার কন্ঠের এই গানটি পর্দায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী।
গানটি রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের গান। কণা এই গানটি নিয়ে আরো আশাবাদী। কণা বলেন,‘ আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার গানের ভক্ত শ্রোতাদের। কারণ আমি কিন্তু তাদের কারণেই আজকের কণা হতে পেরেছি। তাদের ভালোলাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি গান নির্বাচন করি আমি। গানের কথা, গানের সুর নিয়ে ভীষণ ভাবি।
অনেক বেশি মৌলিক গান কিন্তু করিনা আমি। কিন্তু যাই করি তা ঠিকঠাক মতো করতে চাই যেন গানটি প্রকাশের সাথে সাথেই শ্রোতা দর্শকের মধ্যে গানটি ভালোলাগায় রূপান্তরিত হয়। চলতি বছরের শুরু থেকে স্টেজ শো’তে এই গানও আমাকে গাইতে হচ্ছে। শিল্পী হিসেবে এটাই আমার অনেক বড় প্রাপ্তি যে আমি নিজের গান দিয়েই শ্রোতা দর্শককে মুগ্ধ করতে পারছি।’
এদিকে এরইমধ্যে কণা ও ইমরানের কন্ঠে ইউটিউবে প্রকাশিত হয়েছে নতুন গান ‘আমি শুধু তোমার হবো’। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন সজীব দাস। গানটি মোঃ তৌফিকুল ইসলামের ‘সুইট ফ্যামিলি’ নাটকে শ্রোতারা উপভোগ করেছেন।