বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তাঁর স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় পরিবারের সব সদস্য গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হন সাইফ।
সূত্র জানায়, ঘটনাটি ঘটে ১৬ জানুয়ারি ভোরে। ডাকাতরা সাইফের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে সাইফ ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা জেগে ওঠার পর ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাইফকে সঙ্গে সঙ্গে বান্দ্রার লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। বিশেষত একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি।
হাসপাতালের সিওও ডা. নীরজ উত্তমণি জানিয়েছেন, “সাইফের শরীরে গুরুতর আঘাত রয়েছে। ভোর সাড়ে পাঁচটায় অস্ত্রোপচার শুরু হয়েছে। নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী তার অস্ত্রোপচার করছেন। অপারেশনের পরেই ক্ষতির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
ঘটনার পর বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেপ্তার করতে বেশ কয়েকটি বিশেষ দল গঠন করা হয়েছে। বান্দ্রা ডিভিশনের ডিসিপি জানান, “ঘটনাটি সত্যি। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সমান্তরালভাবে তদন্ত করছে। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ডাকাতরা প্রবেশ করল, তা তদন্তের বিষয়।”
সাইফ ও কারিনা সৎগুরু শরণ ভবনের একটি ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকেন। সেখানে ছাদ, বারান্দা ও সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে সবাই হতবাক।
অস্ত্রোপচারের সময় পরিবারের সদস্যরা সাইফের পাশে রয়েছেন। তাদের দুই সন্তান তৈমুর (৭) ও জেহ (৩) এই ঘটনার সময় নিরাপদে ছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তাঁর স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় পরিবারের সব সদস্য গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হন সাইফ।
সূত্র জানায়, ঘটনাটি ঘটে ১৬ জানুয়ারি ভোরে। ডাকাতরা সাইফের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে সাইফ ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা জেগে ওঠার পর ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাইফকে সঙ্গে সঙ্গে বান্দ্রার লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। বিশেষত একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি।
হাসপাতালের সিওও ডা. নীরজ উত্তমণি জানিয়েছেন, “সাইফের শরীরে গুরুতর আঘাত রয়েছে। ভোর সাড়ে পাঁচটায় অস্ত্রোপচার শুরু হয়েছে। নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী তার অস্ত্রোপচার করছেন। অপারেশনের পরেই ক্ষতির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
ঘটনার পর বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেপ্তার করতে বেশ কয়েকটি বিশেষ দল গঠন করা হয়েছে। বান্দ্রা ডিভিশনের ডিসিপি জানান, “ঘটনাটি সত্যি। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সমান্তরালভাবে তদন্ত করছে। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ডাকাতরা প্রবেশ করল, তা তদন্তের বিষয়।”
সাইফ ও কারিনা সৎগুরু শরণ ভবনের একটি ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকেন। সেখানে ছাদ, বারান্দা ও সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে সবাই হতবাক।
অস্ত্রোপচারের সময় পরিবারের সদস্যরা সাইফের পাশে রয়েছেন। তাদের দুই সন্তান তৈমুর (৭) ও জেহ (৩) এই ঘটনার সময় নিরাপদে ছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস