ব্ল্যাকপিংক তারকা জিসু
ভালোবাসা দিবসে নতুন অ্যালবাম নিয়ে আসছেন ব্ল্যাকপিংক তারকা জিসু। তবে অ্যালবামের নাম এখনো জানানো হয়নি। জিসুর এজেন্সি ব্লিসু এন্টারটেইমেন্ট মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি জিসুর দ্বিতীয় একক অ্যালবামটি প্রকাশিত হবে। ২০২৩ সালের মার্চে ‘ফ্লাওয়ার’ গান দিয়ে একক ক্যারিয়ারে যাত্রা করেছেন এই ব্ল্যাকপিংক তারকা।
একই মাসে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’। প্রায় দুই বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। নিজস্ব রেকর্ড লেবেল ব্লিসু এন্টারটেইনমেন্ট থেকেও এটি প্রথম কোনো অ্যালবাম। এর আগে ওয়াইজি এন্টারটেইনমেন্ট থেকে বেরিয়ে লেবেলটি গড়েছেন জিসু। জিসুর প্রথম একক গান ‘ফ্লাওয়ার’ ইউকে অফিশিয়াল সিঙ্গেলস চার্টে ৩৮ নম্বরে ছিল।
আইটিউনসে বিশ্বের ৫৭ দেশে শীর্ষ স্থানে ও স্পটিফাইয়ের বৈশ্বিক তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল। গানের পাশাপাশি অভিনয়েও নিজেকে মেলে ধরছেন জিসু। ‘নিউটোপিয়া’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এর আগে ‘স্লোড্রপ’ নামে একটি ড্রামা সিরিজেও অভিনয় করেছেন। ২০১৬ সাল থেকে ব্ল্যাকপিংকের সঙ্গে রয়েছেন জিসু। এ বছরের শেষভাগে তাঁর ব্ল্যাকপিংকে ফেরার কথা রয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ব্ল্যাকপিংক তারকা জিসু
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
ভালোবাসা দিবসে নতুন অ্যালবাম নিয়ে আসছেন ব্ল্যাকপিংক তারকা জিসু। তবে অ্যালবামের নাম এখনো জানানো হয়নি। জিসুর এজেন্সি ব্লিসু এন্টারটেইমেন্ট মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি জিসুর দ্বিতীয় একক অ্যালবামটি প্রকাশিত হবে। ২০২৩ সালের মার্চে ‘ফ্লাওয়ার’ গান দিয়ে একক ক্যারিয়ারে যাত্রা করেছেন এই ব্ল্যাকপিংক তারকা।
একই মাসে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’। প্রায় দুই বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। নিজস্ব রেকর্ড লেবেল ব্লিসু এন্টারটেইনমেন্ট থেকেও এটি প্রথম কোনো অ্যালবাম। এর আগে ওয়াইজি এন্টারটেইনমেন্ট থেকে বেরিয়ে লেবেলটি গড়েছেন জিসু। জিসুর প্রথম একক গান ‘ফ্লাওয়ার’ ইউকে অফিশিয়াল সিঙ্গেলস চার্টে ৩৮ নম্বরে ছিল।
আইটিউনসে বিশ্বের ৫৭ দেশে শীর্ষ স্থানে ও স্পটিফাইয়ের বৈশ্বিক তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল। গানের পাশাপাশি অভিনয়েও নিজেকে মেলে ধরছেন জিসু। ‘নিউটোপিয়া’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এর আগে ‘স্লোড্রপ’ নামে একটি ড্রামা সিরিজেও অভিনয় করেছেন। ২০১৬ সাল থেকে ব্ল্যাকপিংকের সঙ্গে রয়েছেন জিসু। এ বছরের শেষভাগে তাঁর ব্ল্যাকপিংকে ফেরার কথা রয়েছে।