এ প্রজন্মের সঙ্গীতশিল্পী ইয়াসমীন লাবণ্য ও এমএ মোমিনের। এরইমধ্যে রাজধানীর অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে লাবণ্য-মোমিনের বছর শুরু হলো। অনুষ্ঠানে লাবণ্য একে একে পরিবেশন করেন শুধু গান গেয়ে পরিচয়, আজ মন চেয়েছে, মধুমালীত ডাকে আয়, ও নদীরে তুই যাস কোথায় রে, তুমি মোর জীবনের ভাবনা, প্রেমে পরেছে মন, চিরদিনই তুমি যে আমার’সহ বেশ কয়েকটি দ্বৈত গান।
অন্যদিকে মোমিন গেয়েছেন এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায়, কতো যে তোমাকে বেসেছি ভালো, চেনা চেনা লাগে, মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আবার এলো যে সন্ধ্যা’সহ আরো বেশ কয়েকটি গান। ইয়াসমীন লাবণ্য বলেন,‘ নতুন বছরের শুরুরটা আরো আগেই হয়েছে বেশ ভালোভাবে। তবে যেহেতু মূলত আমি একজন সঙ্গীতশিল্পী, তাই স্টেজ শোতে গান গেয়ে ভীষণ ভালোলেগেছে।
এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই মোমিন ভাইকে। যেহেতু অফিসার্স ক্লাবে অনুষ্ঠান ছিলো। চেষ্টা করি স্টেজ শোতে গাইবার সুযোগ আসলে তাতে পারফর্ম করার। ধন্যবাদ সকল যন্ত্রশিল্পী ভাইদের। তাদের আন্তরিক সহযোগিতার কারণেই আমরা ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি।’
এমএ মোমিন বলেন,‘ একটা বেশ পরিচ্ছন্ন অনুষ্ঠানে গাইবার সুযোগ হলো। সঙ্গে লাবণ্য থাকায় অনুষ্ঠানটি যেন আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিলো। আমাদের একক পরিবেশনার পাশাপাশি কিছু দ্বৈত পরিবেশনাও ছিলো। যে কারণে সবমিলিয়ে গানে গানে একটা মুগ্ধতার সন্ধ্যা শ্রোতা দর্শককে উপহার দিতে পেরেছি।’
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
এ প্রজন্মের সঙ্গীতশিল্পী ইয়াসমীন লাবণ্য ও এমএ মোমিনের। এরইমধ্যে রাজধানীর অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে লাবণ্য-মোমিনের বছর শুরু হলো। অনুষ্ঠানে লাবণ্য একে একে পরিবেশন করেন শুধু গান গেয়ে পরিচয়, আজ মন চেয়েছে, মধুমালীত ডাকে আয়, ও নদীরে তুই যাস কোথায় রে, তুমি মোর জীবনের ভাবনা, প্রেমে পরেছে মন, চিরদিনই তুমি যে আমার’সহ বেশ কয়েকটি দ্বৈত গান।
অন্যদিকে মোমিন গেয়েছেন এই সুন্দর স্বর্নালী সন্ধ্যায়, কতো যে তোমাকে বেসেছি ভালো, চেনা চেনা লাগে, মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আবার এলো যে সন্ধ্যা’সহ আরো বেশ কয়েকটি গান। ইয়াসমীন লাবণ্য বলেন,‘ নতুন বছরের শুরুরটা আরো আগেই হয়েছে বেশ ভালোভাবে। তবে যেহেতু মূলত আমি একজন সঙ্গীতশিল্পী, তাই স্টেজ শোতে গান গেয়ে ভীষণ ভালোলেগেছে।
এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই মোমিন ভাইকে। যেহেতু অফিসার্স ক্লাবে অনুষ্ঠান ছিলো। চেষ্টা করি স্টেজ শোতে গাইবার সুযোগ আসলে তাতে পারফর্ম করার। ধন্যবাদ সকল যন্ত্রশিল্পী ভাইদের। তাদের আন্তরিক সহযোগিতার কারণেই আমরা ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি।’
এমএ মোমিন বলেন,‘ একটা বেশ পরিচ্ছন্ন অনুষ্ঠানে গাইবার সুযোগ হলো। সঙ্গে লাবণ্য থাকায় অনুষ্ঠানটি যেন আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিলো। আমাদের একক পরিবেশনার পাশাপাশি কিছু দ্বৈত পরিবেশনাও ছিলো। যে কারণে সবমিলিয়ে গানে গানে একটা মুগ্ধতার সন্ধ্যা শ্রোতা দর্শককে উপহার দিতে পেরেছি।’