image

ইমনের নতুন ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’

সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
বিনোদন র্বাতা পরিবেশক

দেশের একজন মিউজিশিয়ান ইমন চৌধুরী। ২০২৩ সালে তিনি ব্যান্ড চিরকুট ছেড়ে দেন। এরপর একক সংগীত নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এবার সুখবর দিলেন ভক্তদের। হাজির হলেন নতুন ব্যান্ড নিয়ে। নাম বেঙ্গল সিম্ফনি। এই ব্যান্ডের নতুন একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যেখানে ব্যান্ডের কাভার ফটোতে ইমনকে দেখা যায়। তবে ইমনের নতুন এই ব্যান্ডে সদস্য কয়জন তা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

নতুন এই ব্যান্ডের ঘোষণা আসার পর থেকে দলটি ভাসছে শুভেচ্ছায়। ব্যান্ডের পাশাপাশি ইমন চৌধুরী সিনেমার গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন। তার সংগীত পরিচালনায় এখন পর্যন্ত প্রকাশ পাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সাদা সাদা কালা কালা’, ‘আটটা বাজে দেরি করিস না’, ‘ধীরে ধীরে’, ‘ঘোমটা তুলে বদন খুলে’, ‘ট্যাকা পাখি’, ‘জীবন রোড’, ‘তোর সাথে নামলাম রে পথে’, ‘চোখ গেল পাখি’ গানগুলোও মানুষের হৃদয় ছুঁয়েছে।

সম্প্রতি