বর্তমান সময়ের গায়িকা দিলশাদ নাহার কণা। অন্যদিকে ক্লোজআপ ওয়ান’খ্যাত সঙ্গীতশিল্পী রাজীব। কণা ও রাজীবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু আজ থেকে ২০ বছর আগে। তবে দীর্ঘ এই বিশ বছর বা দুই দশকের পথচলায় এবারই প্রথম কণা ও রাজীব একটি সিনেমাতে একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় তারা দু’জন একসঙ্গে প্লে-ব্যাক করেছিলেন।
গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর সঙ্গীত করেছেন প্রমিত। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, কণা ও রাজীব দুজনে সিনেমার টাইটেল সং ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ গেয়েছেন। মানিক আরো জানান, সিনেমাটির সেন্সর ছাড়পত্র নেয়া আছে। হয়তো চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজাদ ও সালওয়া। প্রথমবার একসঙ্গে প্লে-ব্যাক গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন,‘ আমাদের বন্ধুত্বের সম্পর্ক বিশটি বছরের।
একসঙ্গে কোনো গান করা হয়নি। না আধুনিক গান না সিনেমার গান। স্বপ্নে দেখা রাজকন্যা গানটির কথা ও সুর খুব সুন্দর। ধন্যবাদ এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে।’ কণা বলেন,‘ সিনেমার গানের জন্য রাজীবের কন্ঠ পারফেক্ট, এটা শুরু থেকে আমরা সবাই অনুভব করতাম। রাজীব বেশকিছু সিনেমাতে গানও করেছে।
প্লে-ব্যাক অর্থাৎ সিনেমায় তার কন্ঠটা আরো যথাযথভাবে কাজে লাগানো যেতে পারে। স্বপ্নে দেখা রাজকন্যা-গানেই আমাদের প্রথম একসঙ্গে গাওয়া। একটি সুন্দর গান হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী।’
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
বর্তমান সময়ের গায়িকা দিলশাদ নাহার কণা। অন্যদিকে ক্লোজআপ ওয়ান’খ্যাত সঙ্গীতশিল্পী রাজীব। কণা ও রাজীবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু আজ থেকে ২০ বছর আগে। তবে দীর্ঘ এই বিশ বছর বা দুই দশকের পথচলায় এবারই প্রথম কণা ও রাজীব একটি সিনেমাতে একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় তারা দু’জন একসঙ্গে প্লে-ব্যাক করেছিলেন।
গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর সঙ্গীত করেছেন প্রমিত। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, কণা ও রাজীব দুজনে সিনেমার টাইটেল সং ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ গেয়েছেন। মানিক আরো জানান, সিনেমাটির সেন্সর ছাড়পত্র নেয়া আছে। হয়তো চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজাদ ও সালওয়া। প্রথমবার একসঙ্গে প্লে-ব্যাক গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন,‘ আমাদের বন্ধুত্বের সম্পর্ক বিশটি বছরের।
একসঙ্গে কোনো গান করা হয়নি। না আধুনিক গান না সিনেমার গান। স্বপ্নে দেখা রাজকন্যা গানটির কথা ও সুর খুব সুন্দর। ধন্যবাদ এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে।’ কণা বলেন,‘ সিনেমার গানের জন্য রাজীবের কন্ঠ পারফেক্ট, এটা শুরু থেকে আমরা সবাই অনুভব করতাম। রাজীব বেশকিছু সিনেমাতে গানও করেছে।
প্লে-ব্যাক অর্থাৎ সিনেমায় তার কন্ঠটা আরো যথাযথভাবে কাজে লাগানো যেতে পারে। স্বপ্নে দেখা রাজকন্যা-গানেই আমাদের প্রথম একসঙ্গে গাওয়া। একটি সুন্দর গান হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী।’